![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সে
শ্রাবণ আহমেদ
.
একটিবার দেখলে তাকে চোখ ফেরানো দায়,
সারাক্ষণ চেয়েই থাকি মনটা আমার চায়।
কিছু সময় থাকলে সাথে আমি আমাতে নাই,
হৃদয়ে তখন আমার ভুমিকম্প হয়ে যায়।
একদিন না দেখলে তাকে মনটা কেঁদে ওঠে,
হাসির দেখা মেলে না সেদিন, কষ্টে বুক ফাটে।
বহু প্রতীক্ষায় থেকে থেকে প্রতিটা দিন যায়,
সানন্দে মনটা নাচে যদি তাঁহার দেখা পাই।
শনিবারে আসবে বলে আসেনি সে আর,
জ্বর ঠান্ডাতে জর্জরিত প্রেয়সী আমার।
আজ এসেছিলো, বসেছিলাম লাইব্রেরী,
পুতুলের এ ছবিগুলো তার ব্যাগেরই।
মুগ্ধ আমি পুতুল দেখে সাথে আরো তাকে,
অপলক চেয়ে থাকি ক্লাসের ফাঁকে ফাঁকে।
চোখ পড়লেই মনে জাগে তীব্র সংশয়,
না জানি সে কখন আমায় কী না কী কয়।
২| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৬
ব্লগ সার্চম্যান বলেছেন: আজ কেন জানি শুধু কবিতা পড়তেই ভালো লাগছে । কবিতা ভালো লাগল।
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪
রাজীব নুর বলেছেন: শিরোনামটা ঠিক করুন।
নিয়ে হবে। নিয় না।