![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত্রীকন্যা
শ্রাবণ আহমেদ
.
শুয়ে আছি নিজ রুমে ঠ্যাং দু'টো তুলে,
হঠাৎই সিয়ামের আগমন।
সর্ব কথা নিমিষেই গেলাম ভুলে,
তাঁর মন কেড়েছে একজন।
পরক্ষণে আমি জানতে পারলাম,
সে নাকি তাঁর কী একটা বোন।
শুনে আমি বালিশ থেকে পড়লাম,
ভিজলো মোর চক্ষু এবং মন।
জাদুর বাক্সে দেখতে পেলাম তাকে,
সে যে একটা রাত্রী রুপকন্যা।
আমি কিন্তু ক্রাশিত দেখে উপমাকে,
মনে বয়ে চলেছে প্রেমবন্যা।
হাসিটা অপরুপা দেখতেও বেশ,
টোল পড়া সে গাল দুটো তার।
প্রথম দেখায় আমি হয়েছি শেষ,
প্রেমে পড়েছি আমি সে কন্যার।
২| ২১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৩:৫৩
শুভবাদী রোদ বলেছেন: আরও মনোযোগী হতে হবে রে, পাগলা! বেশি বেশি পড়তে হবে রে!