নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্রাবণ আহমেদ (নিরব)\nট্রেইনার অব \"উই আর স্টুডেন্টস\" ঢাকা।

শ্রাবণ আহমেদ

শ্রাবণ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২১

ভালোবাসা, গভীর ভালোবাসা
শ্রাবণ আহমেদ
.
বসিয়া বটবৃক্ষের তলে,
মাথা রেখে প্রেয়সীর কোলে।
প্রেমালাপ করি তার সনে,
মনকে মেশায় তার মনে।

মাথায় বুলিয়ে দিয়ে হাত,
বলে সে তুমি মোর প্রভাত।
শুনে আমি মনে মনে হাসি,
তাকে যে খুবই ভালোবাসি।

টিফিন বক্সে আনা খাবার,
এক নিমিষে করি সাবার।
তৃপ্তির ঢেকুর তুলে বলি,
গান গাও এবার দু'কলি।

দক্ষিণা বাতাসে গান গায়,
শুনে আমি মুগ্ধ হয়ে যাই।
কোকিলা কন্ঠের অধিকারী,
রুপেও সে খুব আহামরি।

মাঝে মাঝে ভাবি আমি খুব,
তার তো পরীর মতো রুপ।
আমি তো সুন্দর না অতোটা,
হ্যাংলা পাতলা আমি ছেলেটা।

অধিক ধনীও না তো আমি,
পথ চলতে হঠাৎই  থামি।
তবু সে ভালোবাসে আমায়,
মগ্ন আমি সে ভালোবাসায়।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর একটা কবিতা উপহার দিয়েছেন ভাই, ভালো লাগলো

২| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.