![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাষা
শ্রাবণ আহমেদ
.
অধিক প্রতীক্ষাতে থেকে থেকে আমরা
কাটিয়েছি কত রাত। করে অান্দোলন
দিয়েছি সকলে, দিয়েছি যা ছিলো ধন।
পিছু হঁটিনি কখনো পায়ে ছিলো ফোঁড়া
তবু জটবদ্ধ থেকেছি প্রতিক্ষণে মোরা।
সবাই ছিলো এক উদ্দেশ্যে সর্বক্ষণ
হোক মৃত্যু তবু যেন এক হয় মন
দেখি যেন শত্রুদলের কপাল পোড়া।
সংগ্রাম করে রক্ত দিয়ে পেয়েছি এই
ভাষা। মোদের ভাষার মাস ফেব্রুয়ারি,
যা পৃথিবীতে বিরল। এ ভাষাতে আছে
রক্তমাখা প্রাণ যা অন্য ভাষায় নেই।
ভাষার জন্য ছেড়েছে কত ভাই বাড়ি,
সে ভাষার মধ্যে আজ অন্য ভাষা বাঁচে।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৪
শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয় দাদা।
বৈশিষ্ট্য বলতে প্রতি লাইনে অষ্টক ষষ্টক ঠিক নেই। এটুকুই ভুল করেছি শুধু।
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৭
রাজীব নুর বলেছেন: সনেটের হিসাব নিকাশ আমি বুঝি না। আমার কাছে খুব ভালো লেগেছে।