![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাঙের মাঝি
শ্রাবণ আহমেদ
.
প্রভাত হইতেই মাঝি চলিয়া যায় গাঙে,
অকারণে সহসা তাঁহার অশ্রুজল ভাঙে।
কতকাল মাঝি নাও বাইলো এ কালস্রোতে,
জলকুমারী ফিরিবে না আর এই পাড়েতে।
পথ ফিরিয়া চাহে মাঝে নদীর তীরের পানে,
আর না আসিবে জল রুপকন্যা সে তাঁহা জানে।
বুক ফাঁটিয়া যায় যে তাঁহার কন্যার লাগিয়া,
প্রতি রাত্রি যায় চলিয়া নির্ঘুম ভাবে জাগিয়া।
কখনো আবার গভীর রাত্রিতে যায় মাঝি সে ঘাটে,
সহসাই মনে জাগে কেহ পা রাখিলো নাও চৌকাঠে।
ধড়ফরায়ে উঠিয়া সে চতুর্দিকে চোখ বুলায়,
কেহ উঠে নাই নাওয়ে তাঁহার কেহ উঠে নাই।
স্বপ্ন দেইখা মাঝি আবার গগণ পানে চায়,
গোলাকৃতি জ্যোৎস্নাখানা অদৃশ্য হইয়া যায়।
ভোর বেলাতে প্রত্যহের ন্যায় জাগিয়া ওঠে সে,
এই বুঝি কেহ বলিয়া উঠিলো মোরে সঙ্গে নে।
বেবাক স্বপ্ন স্বপ্নই রয়, না হয় কভু সত্য,
কন্যার প্রতীক্ষায় দিশেহারা মাঝি অাজি মত্ত।
দু'কূল ভাঙিয়া গাঙটা আজ বড় পরিশ্রান্ত,
হয় নাই তবু মাঝি আজও, হয় নাই সে ক্লান্ত।
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
খুব ভালো হয়েছে।