![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যক্তিত্ব এবং পরিচয়
শ্রাবণ আহমেদ
.
আপনি কী জানেন, আপনার পরিচয় কিসে প্রকাশ পায়?
কী? ভাবছেন নিশ্চয়ই!
আসলে ভাবারই কথা, এর উত্তর সহসা পাওয়া দায়।
খুঁজতে গিয়ে বলি, কই!
ব্যক্তিত্ব আর পরিচয় দু'টো আলাদা আলাদা জিনিস বটে।
আবার ক্ষেত্রভেদে এক।
অধিক লোকারণ্যে যদি আপনার দ্বারা খারাপ কিছু ঘটে।
তবে বলবে লোকে দেখ....
লোকটি কতটা অভদ্র। এতো এতো মানুষের ভীড়েও অশালীন ভাষা ব্যবহার করলো।
আবার দেখুন, আপনি বাসে করে আপনার গন্তব্যে যাচ্ছেন।
সেখানে প্রচুর ভীড়।
হোটেল কিংবা রেস্টুরেন্টে বসে মাছ, মাংস, বিরিয়ানি খাচ্ছেন।
খাচ্ছেন পোলাও ক্ষীর।
তখন যদি আপনি বাসের কন্ট্রাক্টরকে পাঁচ টাকার জন্যে,
অকথ্য ভাষায় গালি দেন।
হোটেল রেস্টুরেন্টের ওয়েটারকে তার একটু ভুলের জন্যে,
খাবার মুখে ছুড়ে মারেন।
তবে তখন কিন্তু সেই ব্যবহারে আপনার ব্যক্তিত্ব এবং পরিচয় দু'টোই প্রকাশ পাবে।
কী? আমি কী ভুল বললাম কিছু?
হয়তো!
ভুল মনে হলে প্রত্যক্ষ করুন,
নয়তো!
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৯
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।