নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্রাবণ আহমেদ (নিরব)\nট্রেইনার অব \"উই আর স্টুডেন্টস\" ঢাকা।

শ্রাবণ আহমেদ

শ্রাবণ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৩

রসে ভরা কথা
শ্রাবণ আহমেদ
.
যাচ্ছে মশাই জুতা হাতে বগল খানি বাজিয়ে।
রঙ বেরঙের কথা কিছু, মনের মধ্যে সাজিয়ে।
নতুন গ্রামে এসে মশাই বসবে এটে সেই লক্ষ্যে।
রসে ভরা কথার ঝুড়ি সাজিয়ে নেয় নিজ বক্ষে।

বড় চতুর ধান্দাবাজ সে, লোক ঠকিয়ে আড়ালে।
কার্যসিদ্ধি করে বেটা কেউ বিপদে জড়ালে।
জীবিকা তার এতেই চলে খুব সানন্দে কাঁটিয়ে।
নিজের কাজে লোককে ডাকে, নেয় সে অধিক খাঁটিয়ে।

এবার যাত্রা ভবানীপুর, সেখানকার লোক খুব বোকা।
ইচ্ছে মতো পারবে দিতে বাবু মশাই বেশ ধোঁকা।
কথাতে তার মুক্তা ঝরে মিষ্টি মিষ্টি বলে সে,
বশ করে মানুষকে সে অধিক যত্নে আবেশে।

পৌঁছে যখন সন্ধ্যা তখন মুচকি মুচকি হাসে সে।
কথার দ্বারা বশে আনে মূর্খ একটা লোককে সে।
লোকটাও ছিলো চতুর খানিক বুঝেছিলো তার কার্য।
লোকটা বলে, বাবু মশাই করেন আপনি স্বীকার্য।

অবশেষে বাবু মশাই পাতলো মাথা ছাড়লো সব।
করলো শপথ করবে না সে ধান্দাবাজি, ছাড়বে সব।
রসে ভরা কথাগুলো গেলো যে সব ফুরিয়ে।
ন্যাড়া মাথায় বাড়ি পাঠায় ভবানীপুর ঘুরিয়ে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৫

মাহমুদুর রহমান বলেছেন: ভালো কবিতা।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২০

শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৬

রাজীব নুর বলেছেন: সহজ স্রল সুন্দর।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২০

শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.