![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিমুগ্ধ আমি
শ্রাবণ আহমেদ
.
আজি বসন্ত বাতাসে দাঁড়িয়ে,
আকাশ পানে দু'হাত বাড়িয়ে,
দেখিতেছি প্রকৃতির সৌন্দর্য।
মেঘগুলো গেছে সব হারিয়ে,
হয়তো সূর্য দিয়েছে তাড়িয়ে,
দেখিতে মানুষের উপকার্য।
নিবৃত্ত পরিবেশ চারিদিকে,
বিশৃঙ্খলতা নেই কোনোদিকে,
আহ! কী অপূর্ব এই দিনটা।
বিপদ আপদে একে অন্যকে,
সাহায্য করে তাঁর পাশে থেকে,
অনন্য সকলের হৃদয়টা।
এ যেন এক অভাবনীয় স্বপ্নপুরী,
যেখানে সৌন্দর্যতার নেই কোনো জুড়ি।
আমি মুগ্ধ, আমি বিমোহিত, আমি উৎফুল্ল,
যা দেখিয়াছি আজ, তাঁর নেই কোনো তূল্য।
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৩
মাহমুদুর রহমান বলেছেন: মুগ্ধ হয়ে পড়লাম।