নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্রাবণ আহমেদ (নিরব)\nট্রেইনার অব \"উই আর স্টুডেন্টস\" ঢাকা।

শ্রাবণ আহমেদ

শ্রাবণ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৮

আজকের দিনটা
শ্রাবণ আহমেদ
.
আজি এই বৃষ্টির দিনে,
রয়েছি আমি তুমি বিনে,
উঠিবে কখন?

উঠিবে যখন,
দেখিবে তোমায়
হৃদয় ভরিয়া
নয়ন তখন।
রক্তিম সূর্য, তুমি উঠিবে কখন?
তুমি উঠিলে আমি উঠিবো তখন।

শীত শীত অনুভুত,
আমি শুয়ে রই।
বৃষ্টি আসিয়াছে আজ,
জল থই-থই।

এলার্ম বাজে আমার ফোনে,
পরীক্ষার কথা পড়ে মনে।
উঠিলাম তাড়াতাড়ি,
না করিয়া বাড়াবাড়ি,
না করিয়া আর দেরি।

ভাবিলাম একটুখানি পড়ি,
নাহ, নেই যে সেই সময়।
তাঁহার চেয়ে দাঁত ব্রাশ করি,
নয়তো সময় হবে ক্ষয়।
পড়েছি তো সেই রাতে,
শুধু পরীক্ষার খাতে।
ভাবিলাম তাতেই হবে,
খাতা লেখায় ভরে রবে।

উঠিলাম বাসে বসিলাম সিটে,
চলিলো বাস ধীর গতিতে।
মেজাজ হইলো মোর খিটখিটে।
এমন তো ছিলো না অতীতে।

বহুক্ষণ পর পৌঁছালাম আমি,
নিজ ক্লাসরুমে।
চোখটা মোর তখনও রয়েছে,
নিমগ্ন অতি ঘুমে।

দেখিলাম হায়, সময় চলিয়া যায়,
হুর হুর করে।
পরীক্ষা হয়েছে শুরু লিখছে সবাই,
খাতাখানি ভরে।
আমিও করিলাম লিখিতে শুরু,
লোকে বলে মোরে, আমি কবি গুরু।

লিখিতে লিখিতে হাতটা হইলো ব্যথা,
বেল পড়িলে জমা দিলাম আমি খাতা।
আহা, ইহাই ছিলো মোর আজকের দিনটা,
শুধিতে পারিবো না আমি এ দিনের ঋণটা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৬

রাজীব নুর বলেছেন: সারাদিনের ঘটনা লিখে ফেলেছেন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫২

শ্রাবণ আহমেদ বলেছেন: সারাদিনের না দাদা, দুপুর পর্যন্ত।
ধন্যবাদ, আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.