নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্রাবণ আহমেদ (নিরব)\nট্রেইনার অব \"উই আর স্টুডেন্টস\" ঢাকা।

শ্রাবণ আহমেদ

শ্রাবণ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

শেষ কবিতা

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৯

বিদায়
শ্রাবণ আহমেদ
.
সামু ব্লগে তো অনেকদিনই ছিলাম,
কতকিছুই তো দেখলাম, শিখলাম।
কত অচেনা মানুষ হয়েছে আপন,
ভালোবেসে কাছেও টেনেছে বহুজন।
হৃদয় হৃদয়ে মিশে আছে যে বন্ধুরা,
হয়তো বা চলে গেলে, ভুলে যাবে তারা।

কেউ চলে গেলে তাকে কেউ মনে রাখে না,
সে স্বাভাবিকভাবেই কারো মনে থাকে না।

হয়তো দু'দিন খুঁজবে আমায়,
নিজ প্রয়োজনে।
প্রয়োজন ছাড়া কেউ মোরে,
রাখবে না মনে।

তবে, তবে আমি কিন্তু কাউকেই
ভুলে যাবো না।
হয়তো সময় করে কারো খোঁজ
নেওয়া হবে না।

হয়তো গল্প, কবিতা আর লেখা হবে না তাকে নিয়ে।
গভীর মনোযোগ আর কিছু সময়ের
মধ্য দিয়ে।

কেউ আর বিরক্ত হবে না আমাতে,
বিরক্ত হবে না বার্তায়।
আমি ছাড়া সে থাকবে অধিক সুখে,
হয়তো বা কারো পাত্তায়।

ভালো থেকো প্রিয় পাঠক এবং বন্ধুসকল,
অন্যায়ের বিরুদ্ধে লিখিও নিয়ে মনোবল।
সত্যকে সামনে এনো সাহস নিয়ে নিজ বুকে,
কলমের লড়াই চালিও অন্যায় অভিমুখে।

শুভকামনা সকলের প্রতি,
করিয়া থাকি যদি কারো ক্ষতি,
মাফ করে দিও,
আমার পক্ষ হইতে একটু,
ভালোবাসা নিও।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৬

মাহমুদুর রহমান বলেছেন: না না এটা ঠিক না।আল্লাহর উপর ভরসা রাখুন।
সামুর কিচ্ছু হবে না।

০২ রা মার্চ, ২০১৯ রাত ১১:৪৮

শ্রাবণ আহমেদ বলেছেন: হুম, ইনশাআল্লাহ

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৫

রাজীব নুর বলেছেন: ধীরে ধীরে আপনি আমার প্রিয় কবি হয়ে উঠছেন।

০২ রা মার্চ, ২০১৯ রাত ১১:৪৭

শ্রাবণ আহমেদ বলেছেন: ভালোবাসা নিবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.