![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোদন
--- শ্রাবণ আহমেদ
.
চক্ষু মিলিয়া বাঁধিয়া প্রেম
করিয়াছে উন্মাদ।
পূর্ব দ্বন্দ্ব সে করিয়া শেষ
করিলো উপপাদ।
কেবলই শান্ত আমি
রহিলামরে চাহিয়া
দেখিলাম তাঁহার বদন।
করিতেছে সে অলক্ষ্যে মোর
বদন ঢাকিয়া রোদন।
নেত্র তাহার নিম্নমুখী
সিক্ত হইয়া তা অবিচল।
প্রণয় পানে ডাকে মোরে
চাহিয়া আমি বিহ্বল।
প্রেম ভরা চোখে হেরিলাম হায়
আমারই আশু ক্ষরণ।
কেবলই শান্ত আমি
রহিলামরে চাহিয়া
দেখিলাম তাঁহার বদন।
করিতেছে সে অলক্ষ্যে মোর
বদন ঢাকিয়া রোদন।
প্রেমানলে আমি ওরে
চাহি না পুড়িতে বারবার।
শ্রাবণের জল গায়ে আমার
বসন্তে চাহিবো না আর।
রমণী তোমার আহ্বানে
করিবো না প্রেম বরণ।
কেবলই শান্ত আমি
রহিলামরে চাহিয়া
দেখিলাম তাঁহার বদন।
করিতেছে সে অলক্ষ্যে মোর
বদন ঢাকিয়া রোদন।
যাতনারে পুষিয়াছি
করিয়াছি বহুল ক্রন্দন।
মরিতে চাহিয়া আমি
করিনি বরণ মরণ।
কেবলই শান্ত আমি
রহিলামরে চাহিয়া
দেখিলাম তাঁহার বদন।
করিতেছে সে অলক্ষ্যে মোর
বদন ঢাকিয়া রোদন।
২৪ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:৩২
শ্রাবণ আহমেদ বলেছেন: ইউটিব লিংক নেই প্রিয় দাদা। আর ভাঙা গলাতে গাইলে সুন্দরও হবে না।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৪০
রাজীব নুর বলেছেন: শুধু গান লিখলেই হবে না। সুর করুন। তার পড় গেয়ে ফেলুন। ইউটিউব লিংক দেন- আমরা শুনে মুগ্ধ হই।