নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্রাবণ আহমেদ (নিরব)\nট্রেইনার অব \"উই আর স্টুডেন্টস\" ঢাকা।

শ্রাবণ আহমেদ

শ্রাবণ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

গান

২৪ শে জুলাই, ২০১৯ রাত ১০:১৪


গান: তুই নিরুপম আমার চোখে
-- শ্রাবণ আহমেদ
.
তোরে দেখেছি আমি বৃষ্টিস্নাত দুপুরে
ক্যাম্পাসের এক কোণে
টিনের ছাউনিতে।
তোরে দেখেছি আমি ত্তপ্ত রৌদ্র মাঝে
ছাতা হাতে ক্যান্টিনের
বারান্দাতে।
তুই নিরুপম আমার চোখে
ঘুম হয়ে আসিস অহর্নিশ।

চুলে বেণী তোর উদাস করা গন্ধে
মন থাকে মাতাল আমার।
তোর নরম হাতের একটু ছোয়া পেতে
মনটা চাই যে বারে বার।
তুই চেতনায় নয় কল্পলোকে
এসে একটু ছুয়ে দিস।
তুই নিরুপম আমার চোখে
ঘুম হয়ে আসিস অহর্নিশ।

হাসি যেন তোর ঘোর জড়ানো মায়া
পাগল করে তা আমায়।
তোর ছোট্ট মিষ্টি কথার প্রেমে পড়ে
আমি এখন উন্মাদপ্রায়।
তুই দূরে দূরে না থেকে
কাছে এসে পাশে থাকিস।
তুই নিরুপম আমার চোখে
ঘুম হয়ে আসিস অহর্নিশ।

তোর ঐ রাগান্বিত চেহারার ভাজে
লুকিয়ে থাকে হাসি।
মনে জাগে আমার এক নিদারুন ভয়
তোকে খুব ভালোবাসি।
রংধনুর মতো ভালোবেসে
তুই একটু রাঙিয়ে দিস।
তুই নিরুপম আমার চোখে
ঘুম হয়ে আসিস অহর্নিশ।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৯ রাত ১২:০৭

কামভাখত কামরূখ বলেছেন: সাধারন কথায় অসাধারণ আবেগ ফুটেছে, যদিও বর্তমান সময়ে এসব গানের জুড়ি নেই তবুও নস্টালজিক লিরিক্স এর মধ্যে ব্র্যান্ড এর গান গুলোর মধ্যে একটা আভিজাত্যের সুচনা হয়েছে। যেঁটা শিরোনামহীন মেঘদল কিংবা আর্টসেল এর গানে দেখা যায় সেরকম কিছু করা গেলে আরও ভালো হত। মাথায় কিছু কাল্পনিক আবেগ ঘুরে ফিরে লিখে ফেলুন কথা গুলো বেশ লেগেছে আমার । লিখকের ভালবাসা চলছে বেশ সেটা লিরিক্সেই প্রতীয়মান B:-)

২৫ শে জুলাই, ২০১৯ রাত ১:০১

শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয়।

২| ২৫ শে জুলাই, ২০১৯ সকাল ৯:১৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২৫ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:২৯

শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ

৩| ২৭ শে জুলাই, ২০১৯ রাত ৩:২৯

দ্যা বাকের ভাই বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.