|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

গান: ছোট্ট বেলা
--- শ্রাবণ আহমেদ
.
চলরে যাই চল যাইরে মোরা, আবার ফিরে যাই।
যেথায় আছে শিশুবেলা
মেঠো পথ, ফরিংয়ের মেলা
শহর ছেড়ে চলরে মোরা গ্রামও পানে চাই।
পথের ধারে পুকুর পাড়ে
ধূলোয় খেলা দিন। 
হঠাৎ করে মনে পড়ে
ছোট্ট বেলার দিন।
প্রাণ কাঁদে মোর 
ভাঙে ঘুম ঘোর
চলরে ফিরে যাই।
লাটিম খেলার
ছোট্ট বেলার
সেই দিনগুলো চাই।
চলরে যাই চল যাইরে মোরা, আবার ফিরে যাই।
শহর ছেড়ে চলরে মোরা গ্রামও পানে চাই।
বাবার সাথে হেঁটে চলা
কথার আগে কথা বলা
হাজার করা 
বায়নাগুলি
আবার করতে চাই।
চলরে যাই চল যাইরে মোরা, আবার ফিরে যাই।
শহর ছেড়ে চলরে মোরা গ্রামও পানে চাই।
ধানক্ষেতেরই পাশে আছে
কাশফুলেরই বন।
পাই না ছুঁতে কাশফুল আমি
কাঁদে আমার মন।
প্রতি রাতে
রোজ সে প্রাতে
মায়ের আদর চাই।
গানের আসর
স্মৃতির বাসর
মনে পড়ে যাই।
চলরে যাই চল যাইরে মোরা, আবার ফিরে যাই।
শহর ছেড়ে চলরে মোরা গ্রামও পানে চাই।
মায়ের হাতের রান্না খেয়ে
মুখ মুছেছি আঁচল দিয়ে
বড় সাধের
সেই দিনগুলি
ফিরে পেতে চাই।
চলরে যাই চল যাইরে মোরা, আবার ফিরে যাই।
শহর ছেড়ে চলরে মোরা গ্রামও পানে চাই।
 ৪ টি
    	৪ টি    	 +১/-০
    	+১/-০  ২৬ শে জুলাই, ২০১৯  রাত ১২:১৮
২৬ শে জুলাই, ২০১৯  রাত ১২:১৮
শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয়
২|  ২৫ শে জুলাই, ২০১৯  রাত ১১:৪৩
২৫ শে জুলাই, ২০১৯  রাত ১১:৪৩
রাজীব নুর বলেছেন: এইভাবে গান পড়ে আরাম পাই না। গান শুনে আরাম। সুর তাল লয় থাকবে, তবেই না আনন্দ।
  ২৬ শে জুলাই, ২০১৯  রাত ১২:১৯
২৬ শে জুলাই, ২০১৯  রাত ১২:১৯
শ্রাবণ আহমেদ বলেছেন: সুর করেছি। শুধু গাওয়া বাকি।
©somewhere in net ltd.
১| ২৫ শে জুলাই, ২০১৯  রাত ১০:৩৯
২৫ শে জুলাই, ২০১৯  রাত ১০:৩৯
জাহিদ হাসান বলেছেন: ভালো লাগল।