|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
কানন বৃক্ষের ফল
--- শ্রাবণ আহমেদ
.
কত গিরি পথ
কত হিম শৈল
পেরিয়ে,
অজানা সকল
জানিবার দরুন
বেরিয়ে,
ঘুরিতেছি এ পথ ও পথ।
পেয়েছি কিছু
দেখেছি অনেক
এ ভবে,
ছাড়িয়াছি গ্রাম
হারিয়েছি সুর
সে কবে,
মেলিয়াছি দু'দিক দু'হাত।
এ বসুন্ধরা কেবলই মম
দাবি করিয়াছি কত।
ক্রুর এ ধরা হিংস্র মানবে হায়
লাঠালাঠি শত শত।
আজি যখন সকলি ছাড়িয়া
আসিলাম আমি  নিভৃতে।
নিবৃত্ত পরিবেশ এ কাননে
পারিলাম না কিছু নিতে।
ফিরিবো যখন
সঙ্গে রাখিবো
কানন বৃক্ষের ফল।
সকলের তরে
বাঁচিবো আমি
হইবো বিহ্বল।
 ৪ টি
    	৪ টি    	 +১/-০
    	+১/-০  ২৮ শে জুলাই, ২০১৯  সকাল ১১:২৩
২৮ শে জুলাই, ২০১৯  সকাল ১১:২৩
শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ দাদা ভাই
২|  ২৮ শে জুলাই, ২০১৯  সকাল ১০:৩৩
২৮ শে জুলাই, ২০১৯  সকাল ১০:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
  ২৮ শে জুলাই, ২০১৯  সকাল ১১:২৩
২৮ শে জুলাই, ২০১৯  সকাল ১১:২৩
শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৮ শে জুলাই, ২০১৯  সকাল ৮:৫১
২৮ শে জুলাই, ২০১৯  সকাল ৮:৫১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।
সুন্দর আবেগের প্রকাশ।