নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্রাবণ আহমেদ (নিরব)\nট্রেইনার অব \"উই আর স্টুডেন্টস\" ঢাকা।

শ্রাবণ আহমেদ

শ্রাবণ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

প্রাণের পাবনা

০৫ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:১৮


ভালোবাসারই পাবনা
--- শ্রাবণ আহমেদ
জন্মভূমি তুই যে আমার
হৃদয়েরই এক অংশ।
তোর তরেতে ঠাঁই না পেলে
হবো যে আমি ধ্বংস।
তোর হৃদয়ে কত স্মৃতি
জমা হয়ে আছে মোর।
তোর নামে করেছি কত
অচেনা অজানা সুর।

তুই যে আমার হৃদস্পন্দন
ঘন নিশ্বাসের হাওয়া।
তোরই তরে রাখলে মাথা
অমৃত হয়রে পাওয়া।
তোর তরে খেলেছি কত
রকমারি সব খেলা।
মাঠের শেষে বসে কত
দেখেছি রঙিন বেলা।

জন্মভূমি তুই যে আমার
ভালোবাসারই পাবনা।
তোরই দর্শন পেলে আমার
থাকে না কোনো ভাবনা।
মেন্টালেরই মাঠে বসে
আড্ডা দিয়েছি কত।
পুরোনো সব স্মৃতি আছে
সেখানে শত শত।

এডওয়ার্ডের ক্যাম্পাসের সেই
পুরোনো করিডরে।
ঘুরে বেড়িয়েছি কত
বড় ভাইয়ের হাত ধরে।
বায়না করে খেয়েছি রোজ
প্যারাডাইসের মিষ্টি।
অবাধ্য হয়ে ভিজেছি
বর্ষিত হলে বৃষ্টি।

শিলাইদহের তীরে বসে
কেটেছে কত বেলা।
প্রতি বৈশাখে জমেছে
কাশীপুরের সেই মেলা।
রেল লাইনের পাথরগুলো
পড়ে আছে তেমনই।
বদলে গিয়েছে রঙিন দিন
হারিয়েছে রমণী।

সব গানে খুঁজে পাই আমি
পুরোনো সুরের বাজনা।
জন্মভূমি তুই যে আমার
ভালোবাসারই পাবনা।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:০৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২| ০৫ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:০৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

৩| ০৫ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৩২

পবিত্র হোসাইন বলেছেন: হবে নাকি জলযোগের চপ-সিঙ্গারা ?
আমি কিন্তু পাবনার ছাওয়াল

০৫ ই আগস্ট, ২০১৯ রাত ১১:০৪

শ্রাবণ আহমেদ বলেছেন: তো চলেন হইয়ি যাইক সিঙারার আড্ডা।

৪| ০৫ ই আগস্ট, ২০১৯ রাত ১১:২৫

অন্তরা রহমান বলেছেন: বাহ। ভালো লাগলো। আসলেই নিজের এলাকার প্রতি যে টানটা থাকে তার কোন তুলনাই হয় না। আমার ক্ষেত্রে যেমন ব্রাহ্মণবাড়িয়া।

০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:৫০

শ্রাবণ আহমেদ বলেছেন: হ্যাঁ প্রিয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.