নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্রাবণ আহমেদ (নিরব)\nট্রেইনার অব \"উই আর স্টুডেন্টস\" ঢাকা।

শ্রাবণ আহমেদ

শ্রাবণ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

কনফেশন

১৯ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:৫৫

প্রিয়,
হরিণ কালো চোখ তোমার
উদাসভঙ্গী চাহনি।
এতোবার ডাকি তোমায়
ফিরে তুমি চাওনি।

তোমাকে দেখিনি আমি প্রত্যক্ষ সাক্ষাতে, বলিনি কথা কিয়ৎকাল। তবু আমার হিয়ার মাঝে অহর্নিশ তোমার অবস্থান। অশ্বত্থ বৃক্ষে কিছু ফুল রেখেছিলাম তোমাকে দেবো বলে। অানাড়ি বৃক্ষ সে ফুলগুলো অচিন এক পাখিকে দিয়েছে ভুলে। পাখিটা রেখে গিয়েছে তার পালক কিছু। আমি কল্পনায় সে পালক তোমার কেশে গুঁজে দিয়েছি তোমারই অলক্ষ্যে।

তোমার হাসিতে আমি উন্মাদ হই বারবার।
তুমি হাসবে প্রিয়, প্রাণখুলে অনুক্ষণ।
আমি রবো চেয়ে, ভরাবো আপন মন।
.
কবি সাপ

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:২০

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর আবেগ।

২| ১৯ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:৩৭

ঠাকুরমাহমুদ বলেছেন: সমালোচনা করা যাবে?

২০ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:৩৫

শ্রাবণ আহমেদ বলেছেন: অবশ্যই প্রিয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.