![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা বাঙালী
--- শ্রাবণ আহমেদ
.
সোজা পথে কোনো মতে চাই না চলতে।
চাই মোরা মুখ ভরা মিথ্যাটা বলতে।
বাঁকা পথে হেঁটে হেঁটে
বড়লোকের পা চেটে
উদ্যত আজ সবাই সত্যকে ভুলতে।
চারিদিকে শোনা যায়
ধর্ষণের কথা ভাই
সাধুরা ভালোবাসে সুরা পানে ঢুলতে।
গরীবের দাম নেই
পেটে আজ ভাত নেই
অনাহারে থাকে পড়ে নোংরা ঝুপড়িতে।
পথশিশু করে হিসু রাস্তায় দাঁড়িয়ে।
চড় মেরে বেঁধে ধরে দেইরে তাড়িয়ে।
ধনীদের শিশু হলে
ভালোবেসে নেই কোলে
বলি খোকা হিসু করো সম্পদ বাড়িয়ে।
আলাভুলা তুমি শালা করবে মিনতি।
চোর ভেবে ধরে নেবে বলবে, কী মতি?
শুনবে না গুনবে না
চোখ তুলে চাইবে না।
অফিসের চামচাটা
কোনো কিছু বলবে না।
তুমি নাকাল মশাই
ধরেছে কী আনাড়ি, তোমার ভীমরতি?
আমরা বাঙালী
অর্থের কাঙালী
বেশি পেলে দেবো ঢেলে রক্তে নিজ বলি।
সম্মানে অপমানে আসে না কোনো কিছু।
ভুল করে করি মোরা দ্রুত মাথা নিচু।
মারামারি খুনাখুনি
নিন্দুকের কানাকানি
এসবের মাঝে কিছু পারি না বলতে।
সবাই সদা চায় বাঁকা পথে চলতে।
২| ২৮ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৫০
মানতাশা বলেছেন: *****************
.৫/৫
*********************
©somewhere in net ltd.
১|
২৮ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৫৬
রাজীব নুর বলেছেন: খুব সুনডোর গান।