![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসা
--- শ্রাবণ আহমেদ
.
ভালোবাসা করে আশা তোমায় কাছে পেতে।
হিয়া জানে প্রণয় টানে তোমার কাছে যেতে।
বেলী ফুলে খোলা চুলে যখন পাশে দাঁড়াও।
প্রীতি ডাকে কয় আমাকে তোমার হাতটি বাড়াও।
হাসি মুখে উদাস চোখে যখন তাকাও তুমি,
ধন্য মনে অনুক্ষণে তোমায় ভাবি আমি।
জানি তুমি আমার হবে,
নথি খতে লেখা রবে,
নামে বড় মায়া রবে,
তখন মনে প্রীতি হবে।
তোমার কাছে নিঃসংকোচে মনের কথা বলবো।
হাত রেখে এক হাতে,
দু'জনে একসাথে,
দূর হতে দূরান্তে,
সীমানার ঐ অন্তে
ভালোবেসে কাছে এসে সারাটাদিন চলবো।
নিঃসংকোচে তোমার কাছে মনের কথা বলবো।
.
উৎসর্গ: Jannat
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:১৭
রাজীব নুর বলেছেন: দারুন রোমান্টিক।