নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্রাবণ আহমেদ (নিরব)\nট্রেইনার অব \"উই আর স্টুডেন্টস\" ঢাকা।

শ্রাবণ আহমেদ

শ্রাবণ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

জাতীয় সঙ্গীতের নকল করতেছি বাংলার বুকে আমি শ্রাবণ।

৩০ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:২২


তোমার ঘনকালো কেশে,
আমার হৃদয় আছে মিশে।
হেরিরে তোমায় যখন
এ প্রাণও মন,
কুহকের বন,
আমার কুহকের বন ওঠে হেসে।
ঘনকালো কেশে, আমার হৃদয় আছে মিশে।
.
তোমার ঘনকালো কেশে
--- শ্রাবণ আহমেদ
.
জাতীয় সঙ্গীতের লিরিক তথা "আমার সোনার বাংলা" গানটির মতো করে একই সুরে লিখবো এই গানটি।
অবশ্য জাতীয় সঙ্গীতের সুর এবং লিরিকটা রবি ঠাকুর "গগণ হরকরা" নামের এক বাউল সাধকের "আমি কোথায় পাবো তারে" গানটি থেকে নিয়েছিলেন।"

আমি ভাবলাম, বাংলার বুকে এই একই সুরে আরেকটি গান হয়ে যাক। তাইতো আমার এই ক্ষুদ্র প্রয়াস।
.
আর গানটিতে যাকে উৎসর্গ করতেছি। সে হলো আমার প্রিয় একজন বান্ধবী, জান্নাতুল জান্নাত।

অপেক্ষা করুন, শীঘ্রই গানটি প্রকাশ করা হবে।
ধন্যবাদ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:১৮

রাজীব নুর বলেছেন: জান্নাতুল জান্নাত কে অভিনন্দন।

২| ৩০ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:০২

শায়মা বলেছেন: হা হা .....

মজার ক্রিয়েটিভিটি! :P

৩| ৩০ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬

চাঁদগাজী বলেছেন:


সেটাই, গান যদি নকল করতে হয়, জাতীয় সংগীতকেই করা উচিত; টাকা যদি নকল করতে হয়, হাজার টাকার নোটকে নকল করা উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.