|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
এইযে বোন, 
আপনাকে বলছি। হ্যাঁ আপনাকেই বলছি। আপনি আপনার এই পরিধানকৃত নোংরা পোশাক পরিহার করুন। আপনি এই ধরনের পোশাক পড়ে রাস্তায় হাঁটবেন আর একজন পুরুষ আপনাকে দেখে টিজ করবে না, আপনার দিকে লোলুপ দৃষ্টিতে তাকাবে না, তা কী হয়? 
খোলা আপেল কিংবা কমলা, ক্ষুধার্ত ব্যক্তি কিংবা এমনি ব্যক্তি যেই হোক না কেন, সে তা খাওয়ার ইচ্ছা পোষণ করবেই। 
অনুরূপ আপনি যদি সেই খোলা সস্তা কমলা, আপেলের মতো নিজের শরীরের ভাঁজ দেখিয়ে হাঁটেন। তবে যে কোনো পুরুষ ব্যক্তি আপনার দিকে কু-নজরে তাকাবেই।
 
এতে আপনি বিরক্ত হবেন না, সেটা জানি। কেননা আপনার শরীরের প্রতিটি ভাঁজে যদি কোনো পুরুষের নেত্রগোচর নাই-ই হয়। তবে আপনার দামি পোশাক ক্রয়ের তো কোনো স্বার্থকতাই রইলো না।
যখন পত্র-পত্রিকা কিংবা টিভি চ্যানেলে আপনার ধর্ষনের খবর ছাপবে। তখন কিন্তু ঠিকই আপনি নিজেকে সবার থেকে আড়ালে রাখবেন।
আমি বলি, "প্রিয় বোন আমার, আপনি এখন থেকেই নিজেকে লোকচক্ষুর আড়ালে রাখুন না। এতে আপনি পুরুষের কু-নজর হতে রক্ষা পাবেন এবং মহান আল্লাহ তা'আলা আপনার প্রতি খুশি হবেন।"
.
লেখক: শ্রাবণ আহমেদ
 ৬ টি
    	৬ টি    	 +০/-০
    	+০/-০২|  ০১ লা সেপ্টেম্বর, ২০১৯  রাত ১২:১৮
০১ লা সেপ্টেম্বর, ২০১৯  রাত ১২:১৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বোনদের উদ্দেশ্যে বলেছেন, ভালো কথা। এবার ভাইদের কিছু বলেন...
৩|  ০১ লা সেপ্টেম্বর, ২০১৯  রাত ১:১১
০১ লা সেপ্টেম্বর, ২০১৯  রাত ১:১১
নতুন বলেছেন: ভাই বিদেশের অনেক দেশেই তো মেয়েরা কম পোষাকে চলাফেরা করে সেখানে তো কেউ কটু কথা বলেনা। 
আগে আপনার ভাইদের বলুন মুখ বন্ধ রাখতে তারপরে নারীর পোষাকের দিকে আঙ্গুল তুলবেন।
বাংলাদেশের নারীদের পোষাকেই যাদের ঈমানী দন্ড দাড়ীয়ে যায় তারা অস্বালীন পোষাক কাহাকে বলে তারা দেখেনাই। বাইরের মেয়েদের চলাফেরা তারা দেখানাই, যতটুকু দেখেছে তারা শুধুই হলিউডি মুভিতেই দেখেছে। 
নারীদের বলছেন ইসলামী মতে চলতে.... কিন্তু ভাইদের বলুন নারীদের দেখে মন্তব্য করা কোন ধমীয় মতানুযাই তারা করছে??? 
তারা অন্যায় করছে না কি? 
তাহলে অন্যায়ের জন্য কি সাজা পাওনা তাদের? 
সেই সাজার ব্যপারে কথা বলেছেন কি? 
যদি রাস্তায় দাড়ীয়ে নারীদের উত্ক্ত কারীকে আইনের আওতায় সাজা দেওয়া হয় তবে কতজন ছেলে রাস্তায় দাড়ীয়ে থাকবে নারীকে বিরক্ত করার জন্য??? 
আপনারা বখাটে ছেলেদের সাথে না পেরে উঠে নারীদের কেন কাপরের বস্তা বানাতে চান সেটা বুঝি না। 
নিজেদের ব্যথ`তা আপনারা নারীদের কে বোরকা পরিয়ে ঢাকার চেস্টা করতে পারেন না।
৪|  ০১ লা সেপ্টেম্বর, ২০১৯  সকাল ৯:৪৬
০১ লা সেপ্টেম্বর, ২০১৯  সকাল ৯:৪৬
রূপক বিধৌত সাধু বলেছেন: পর্দানশীন নারীরাও তো ধর্ষিতা হচ্ছে হরহামেশাই। এ ক্ষেত্রে করণীয় কী?
৫|  ০১ লা সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ১২:৩৪
০১ লা সেপ্টেম্বর, ২০১৯  দুপুর ১২:৩৪
রাজীব নুর বলেছেন: Love as a relation between men and women was ruined by the desire to make sure of the legitimacy of children
৬|  ০১ লা সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:৩০
০১ লা সেপ্টেম্বর, ২০১৯  রাত ৯:৩০
চাঁদগাজী বলেছেন: 
মগজহীন বক্তব্য
©somewhere in net ltd.
১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯  রাত ১২:০৬
০১ লা সেপ্টেম্বর, ২০১৯  রাত ১২:০৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: বাংলাদেশের মতো দেশগুলোতে সতর্ক থাকা ভালো। এদেশের গরীব বেকার পুলাপানের যৌবন চলে যায় প্রতিষ্ঠিত হতে হতে। বেকার, অসচ্ছল ফ্যামিলির ছেলেগুলার সাথে কেউ প্রেমও করেনা; বিয়েতো দূরের কথা। ফলে এরা বিড়াল হয়। চোর হয়। ছিনতাইকারী হয়। ডাকাত হয়। ধর্ষক হয়।
এদের থেকে সাবধান থাকা দরকার!
প্রেম, ভোগ, বিলাসিতা, বিয়ে, সংসার সবকিছুই পয়সাওয়ালাদের....!!!