![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সখির ঘনকালো কেশে
--- শ্রাবণ আহমেদ
.
সখির ঘনকালো কেশে,
আমার হৃদয় আছে মিশে।
হেরিরে তারে যখন
এ প্রাণও মন,
কুহকের বন,
আমার কুহকের বন ওঠে হেসে।
ঘনকালো কেশে, আমার হৃদয় আছে মিশে।
দেখবো তারে এই সংসারে,
নয়ন ভরে যতন করে
রাখবো এই মনের ঘরে প্রণয় জুড়ে
অধিক ভালোবেসে।
আমি দেখে তারে মোহের ঘোরে,
হারাই তখন দিশে।
মরি হায় হায়রে
আমি দেখে তারে মোহের ঘোরে
হারাই তখন দিশে।
ও তার, বদনেতে আছে মিশে
রূপের অনল সুপ্ত বেশে।
ঘনকালো কেশে, আমার হৃদয় আছে মিশে।
.
নিশিতে গগণ পানে
তাকায়ে আপন মনে
চাঁদের ঐ পূর্ব কোণে তারা গোণে
চেয়ে অনিমেষে।
তারে পাবার আশায় দিন চলে যায়
সন্ন্যাসীরও বেশে।
মরি হায় হায়রে
তারে পাবার আশায় দিন চলে যায়
সন্ন্যাসীরও বেশে।
ও সে বোঝে না কি মনের কথন
বুঝবে বল সে প্রীতি কিসে
জানবে বল সে প্রণয় কিসে
ঘনকালো কেশে, আমার হৃদয় আছে মিশে।
.
স্বপনে দেখি তারে
সে দেখায় মন না ভরে
কবে যে আপন করে পাবো তারে
থাকবো মনে মিশে।
ও তার দর্শনে মোর মোহেরই ঘোর
কাটবে বুঝি শেষে।
মরি হায় হায়রে
ও তার দর্শনে মোর মোহেরই ঘোর
কাটবে বুঝি শেষে।
তারে মনে মনে অনুক্ষণে
চলেছিরে ভালোবেসে
আমি উঠেছিরে হেসে হেসে
ভালো বেসেছিরে অনিঃশেষে
ঘনকালো কেশে, আমার হৃদয় আছে মিশে।
.
গত পোস্টের কমেন্টে একজন লিখেছেন, নকল মকল বাদ দিয়ে নিজে কিছু লেখার চেষ্টা করুন।
প্রিয়, আপনাকেই বলছি, আমি শ্রাবণ কারো লেখা নকল বা কপি করি না। আমি এর আগের পোস্টে এই সঙ্গীতটি লেখার কারণও উল্লেখ করেছি। আশা করি আগের ঐ পোস্টটা পড়ে নেবেন।
ধন্যবাদ।
২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:২৪
ইসিয়াক বলেছেন: ভালো হয়নি
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:১৯
রাজীব নুর বলেছেন: জয় গুরু।
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:২০
চাঁদগাজী বলেছেন:
ভালো লাগেনি