![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাস্তা পারাপার
--- শ্রাবণ আহমেদ (গোলাম রাব্বি)
হুলুস থুলুস হৈ হুল্লোরে
এ পড়িরে ওর উপরে।
কোথায় গাড়ি কোথায় যান?
হোথায় আছে অমৃত বান।
বাঁচি বা মরি হবো পার
লাগবে না ওভারব্রিজরে আর।
ছুটে যাবো ওদিক পানে
মানবো নারে কোনো মানে।
পুলিশ যদি ধরে মোরে
ধমক দিবো অধিক জোরে।
বাসের নিচে চাপা পড়ে
পথে নামবো মিছিল ধরে।
এছাড়া আর পারি বা কী?
দেশ-দূর্নামে মত্ত থাকি।
বাসের ধাক্কায় মরলে লোকে
দেই মোরা সরকারকে বকে।
নিজের দোষ সব ধুলোয় ঢাকি
চালকের দোষ সামনে রাখি।
বাস পুড়িয়ে ক্ষান্ত হয়ে
টিভি চ্যানেলে চোখ রাখি।
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।