নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্রাবণ আহমেদ (নিরব)\nট্রেইনার অব \"উই আর স্টুডেন্টস\" ঢাকা।

শ্রাবণ আহমেদ

শ্রাবণ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

সঙ্গীত

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:১১


দেখেছি এক নজরে পরান ভরে বদনখানা।
--- শ্রাবণ আহমেদ
.
দেখেছি এক নজরে পরান ভরে বদনখানা।
তারে দেখে দেখে প্রীতি মেখে
পূর্ণ হলো হৃদবাসনা।

প্রেয়সীর মন গহীনে
রয়েছে কত জনে
তা ভেবে আমার তো আর লাভ হবে না।
তারে পাবার আশায় মরমে মোর
নিত্য জাগে প্রেমবাসনা।
দেখেছি এক নজরে পরান ভরে বদনখানা।

চাতকে চেয়ে থাকে
অদূরে মেঘের ডাকে
এখনই ঝড়বে বুঝি জল মোহনা।
ওরে বৃষ্টি এলে সকল ভুলে
চাতক মেটায় প্রাণ তাড়না।
দেখেছি এক নজরে পরান ভরে বদনখানা।

ভেবেছি ক্ষণে ক্ষণে
নিভৃতে সংগোপনে
সে বিহীন একলা ঘরে মন টেকে না।
তারে পাবো বলে আশায় থাকি
কভু তারে পাওয়া যায় না।
দেখেছি এক নজরে পরান ভরে বদনখানা।
.
বিঃ দ্রঃ সঙ্গীতটি বাউল সাধক 'গগণ হরকরার- দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা এবং রবি ঠাকুরের- ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে' গানটির অনুকরণে লেখা।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৩

ঢাবিয়ান বলেছেন: শ্রাবন সঙ্গীত , আপনার শ্রাবন নিকনেম এবং ছবিটি সব মিলিয়ে বেশ একটা সুন্দর আবহ তৈরী করেছে।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৫২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর লিখেছেন।
তবে কারো অনুকরনই ভালো না। এই কথা অনেকেই বলেন।
আমি মনে করি কারো ভালো কিছু অনুকরন করা অবশ্যই ভালো।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২৯

জগতারন বলেছেন:
সুন্দর কবিতা ও ছবি !
কবির প্রতি সুভেচ্ছা জানাই।

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: বেশ ভালো লিখেছেন। শুভকামনা রইলো।

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৩

হাবিব ইমরান বলেছেন: ভালো লেগেছে খুব।

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৪০

শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ সকলের তরে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.