![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জগৎ সংসার
--- শ্রাবণ আহমেদ
.
ডাক শুনিলে আঁখি খোলে
পুষ্পে প্রজাপতি দোলে।
না কাঁদিলে দুধ না মেলে
শিশু বাচ্চা উঠবে কোলে।
মায়ের সঙ্গে করবে খেলা,
এ জগৎ সংসারে।
পেছন থেকে ডাকবে লোকে
মিষ্টি হাসি তাদের মুখে
কথায় যেন মধু ঝরে।
সবকিছু লুটিবে ওরে
তারাই তোমার অগোচরে,
এ জগৎ সংসারে।
সুখের তরী অদূর পানে
বুঝা যায়রে মাঝির গানে
আসছে তরী কূলে ফিরে।
যখন তরী আসে তীরে
তোমার হদিশ থাকে না রে,
এ জগৎ সংসারে।
অচিন পাখি ডাকি ডাকি
বলবে আর কিছুদিন থাকি
অবহেলায় হৃদপিঞ্জরে।
একদিন পাখি যাবে উড়ে
ফিরবে নারে পেছন ফিরে,
এ জগৎ সংসারে।
ধনীর ধনও খাবে ঘুণে
ঘুণ হাসবে ধনীর শাসনে
কাটবে সে সব, শব্দ করে।
কৃপন ধনী রইবে পড়ে
তিমির রাতে নীরব ঘরে,
এ জগৎ সংসারে।
কিসের বড়াই কিসের লড়াই?
কার জোড়ে ভাই, কে প্রাণ হারায়?
এই ক্ষমতায় মন না ভরে।
অধিক অধিক চাওয়ার তরে
অকালে প্রাণ ভূমি ছাড়ে,
এ জগৎ সংসারে।
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৫২
কবি হাফেজ আহমেদ বলেছেন: চমৎকার।
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:১৯
রাজীব নুর বলেছেন: সুন্দর।