![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে ভুলিতে পারে তারে
--- শ্রাবণ আহমেদ
.
যার সনে যার পিরিত ওরে
যার সনে যার মনের মিলন
কে ভুলিতে পারে তারে?
রাখে তারে মনের কোণে
পুষে তারে দিব্যজ্ঞানে
কবে হবে দেহের সনে
দেহের মিলন অগোচরে।
সে যদি হায় অন্যের টানে
যাইরে চলে কোনো খানে
বেঁধে তারে রাখা যাইনে
মনের ঘরে যতন করে।
সুখের ঘরে দুঃখের বাতি
জ্বলে সদা দিবারাতি
যদি হয় সে অন্যের সাথি
ঝড়ের আভাস হয় সমীরে।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৫০
শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ দাদা
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:২৩
কবি হাফেজ আহমেদ বলেছেন: সুন্দর লিখেছেন।
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৩১
চাঙ্কু বলেছেন: সময় তারে ভুলিয়ে দেয়
সুন্দর কবিতা!
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:২৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
ছবিটাও ভালো হয়েছে।