![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লক্ষ্মীছাড়া
--- শ্রাবণ আহমেদ
.
কে ডাকিলো মোরে মৃদুস্বরে ওগো এই প্রভাতে?
সে কি জানে কতকাল ঘুমায়নে আমি রাতে!
আজি আসিলো ওরে চক্ষুজুড়ে কালতন্দ্রা।
শয়ন করিবো পরান ভরিবো লইয়ে নিদ্রা।
তোরা আজ ওরে ডাকিসনে মোরে যা যা দূরে।
আজ নিভৃতে একা শুতে দে না ও ভাই মোরে।
ওরে আর জ্বালাবো না
রাত্রিও জাগিবো না
হাঁক ছাড়িবো না, আর করিবো না ঠকঠক দ্বারে।
শেষ নিশীথে এই প্রভাতে ডাকিসনে আর মোরে।
চিরশান্তির দ্বার ডাকিছে বারবার অভাগা রে।
পড়িবে মনে যবে এই ভবে পাবিনে আর।
তোদের ডাক ওপারেই থাক বন্ধ আজি মোর দুয়ার।
কাঁদিসনে তোরা, লক্ষ্মীছাড়া ফিরিবে না আর।
একমুঠো ভাত, পেতেছি হাত দিসনে তোরা মোরে।
কত লাথি দিবারাতি দিছিস বেঁধে ধরে।
তবে কেন আজ
ধরে সাধুর সাজ
ডাকিস কেন এসে সভ্য বেশে তুই মোর দ্বারে।
ঘুমাতে দে ভাই লাগে দোহাই ধরি তোর পায়ে।
মরলে দু'মুঠো মাটি দিস ভাই তোরা মোর গায়ে।
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৫
শেহজাদী১৯ বলেছেন: দারুন কবিতা। রবিঠাকুরের আদল আছে কবিতায়।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০৪
শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয়
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার কবিতা।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০৫
শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয় দাদা
৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৫
বিজন রয় বলেছেন: এখানে সবাই সাধুর সাজ ধরে আছে।
++++
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০৫
শ্রাবণ আহমেদ বলেছেন: হ্যাঁ, ধন্যবাদ প্রিয়।
৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫৯
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠে আণন্দ পেলাম।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৪১
শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ দাদা।
৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৪৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: সাধু ভাষার লেখা পড়ে ভালো লাগলো।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:১২
শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয়।
©somewhere in net ltd.
১|
২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: অভিমান !!