![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টি
--- শ্রাবণ আহমেদ
.
আজি আসিলো ওরে বহুদিন পরে প্রাণ জুড়ানো বৃষ্টি।
ঐ সুদূরে মন রহিছে পড়ে রাখিয়া অপলক দৃষ্টি।
পূর্ব বিল্ডিংয়ে দাঁড়ায়েছে রমণী অলিন্দে হাত রেখে।
বাজিছে মনে মোর প্রণয় বীনা আজি রূপখানা তাঁর দেখে।
কাজল কালো আঁখি তাঁর
পলক পড়িছে বারবার
কী গো সেই রূপের বাহার
খোদার দারুণ সৃষ্টি।
আজি আসিলো ওরে বহুদিন পরে প্রাণ জুড়ানো বৃষ্টি।
২| ০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
৩| ০১ লা অক্টোবর, ২০১৯ বিকাল ৩:০৭
বিজন রয় বলেছেন: আচ্ছা আপনি এই ঢঙে কবিতা লেখেন কেন, জানাবেন আশাকরি।
আর সাধু-চলিত ভাষা একই সাথে ব্যবহার কেমন দেখায় না!
২য় লাইনে যেমন "রহিছে পড়ে রাখিয়া". একটু খেয়াল করুন।
আর আপনাকে একটা অনুরোধ............
পোস্টের শিরোনামে যেখানে কবিতা শব্দটি লেখেন ওখানে কবিতার নামটি লিখবেন।
এখানে যেমন কবিতার ওখানে কবিতার নাম বৃষ্টি লিখতে পারতেন।
শুভকামনা রইল।
০২ রা অক্টোবর, ২০১৯ রাত ১২:১৯
শ্রাবণ আহমেদ বলেছেন: কবিতার ক্ষেত্রে সাধু চলিত ব্যাপার না দাদা। এরকম লেখা যাবে। তবে গল্প উপন্যাসের ক্ষেত্রে সাধু চলিতের মিশ্রণ করা যাবে না। ধন্যবাদ দাদা আপনার মূলবান মতামতের জন্য।
৪| ০১ লা অক্টোবর, ২০১৯ রাত ৮:২৩
রাজীব নুর বলেছেন: সুন্দর।
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বাহ্। চমৎকার লাগলো।