![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছলনাময়ী
--- শ্রাবণ আহমেদ
.
চলি একা পথে তব গৃহ হতে লইয়ে শূন্য হাত।
সন্ন্যাসীরও বেশে ঘুরি দেশে দেশে সকাল সন্ধ্যে রাত।
ছলনাময়ী বিষধর তুমি
তোমারই ওষ্ঠে করিয়া চুমি
হইয়াছি কুপোকাত।
ত্রুটি যত ছিলো সবই দেখা হলো ভুল হবে না আর।
নিশি জাগরণে যদি পড়ে মনে মুখ করো না ভার।
তুমি রবে সদা দামি সজ্জায়
নোংরা বসনে মোর রহিবে গায়
দুর্গন্ধ, হাহাকার।
চতুরতা ভারী করো তুমি নারী আছে সে হিম্মত।
সাথি হারা হলে আঁখি নোনা জলে হারায় তখন পথ।
যবে যাবে তব বার্ধক্যে রূপ
ভেঙে যাবে তোমার সকল সংস্রব
বলে যাই ভবিষ্যৎ।
.
০৬/১০/২০১৯
মিরপুর, ঢাকা।
২| ০৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:০২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
৩| ০৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৪| ০৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫৯
বিজন রয় বলেছেন: অনেক ধন্যবাদ শিরোনামে কবিতার নামটি দেওয়ার জন্য।
এখন কবিতা সংকলনে নিতে আমার সুবিধা হবে।
শুভকামনা।
৫| ০৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:০২
জুনায়েদ বি রাহমান বলেছেন: সুন্দর!
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫৯
ইসিয়াক বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।