![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেজন্মা তুই
--- শ্রাবণ আহমেদ
.
নরাধম তুই জানিস কি রে
মানব হত্যা মহাপাপ?
অজ্ঞ রইবি চিরকাল তুই
ঝুলবে কাঁধে অভিশাপ।
নিশিদিন তুই রইলি পড়ে
আপন স্বার্থে হীন গহ্বরে
কেউ যদি প্রতিবাদ করে
এই ভবে তার থাকাই পাপ।
বেজন্মা তুই এই বঙ্গতে
অন্যায়ে তুই থাকিস মেতে
কুশিক্ষা তোর অন্তরেতে
দিলো বসি কোন সে বাপ?
যাদের সাথে উঠাবসা
করবে তারাই তোর দুর্দশা
ধরলে শমন ভুলবি দিশা
বুঝবি তখন মরণ ঠাপ।
.
উদ্দেশ্যকৃত ব্যক্তি/ব্যক্তিবর্গ: যে বা যারা 'আবরার ফাহাদে'কে তার 'সরকার এবং মোদি'র চুক্তি বিষয়ে সত্যতা লেখার কারণে কিংবা অন্যকোনো কারণে রাতের অন্ধকারে ডেকে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা করেছে।
২| ০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১:৫৪
বিবেকহীন জ্ঞানি বলেছেন: "মানব হত্যা মহা পাপ
ঝুলবে কাদে অভিশাপ"
বাংলার মানুষ এসবের তোয়াক্কা করেনা।
৩| ০৮ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:২৫
রাজীব নুর বলেছেন: প্রতিটা লাইনে সত্য বলেছেন।
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৪৯
আরোগ্য বলেছেন: আবরার তো ফিরে আসবে না। তাকে শহীদের মর্যাদা দেয়া হোক।