![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘাতক ঠোঁটে জয়ের হাসি
--- শ্রাবণ আহমেদ
.
অসৎ পথে নিত্য চলা
কথায় কথায় মিথ্যা বলা
বিনা দোষে মানুষ মেরে
বুক ফুলিয়ে হেঁটে চলা
এসব করে যারা।
শোনরে তাঁরাই ভুবন মাঝে
অতি মনোহরা।
তাই যদি মন না-ই বা হবে
পাচ্ছে কেন তারা তবে
হাজত হতে ছাড়া?
লোক-প্রশাসনে পাচ্ছে ভয়
পশ্চাতে কি না জানি হয়
ঘাতক ঠোঁটে জয়ের হাসি
সর্বদা ওরে শোভা পায়।
ছেলের শোকে মা জননী
হইছে সর্বহারা।
২| ১০ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৫
রাজীব নুর বলেছেন: চমৎকার।
৩| ১০ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪১
করুণাধারা বলেছেন: প্রথম স্তবক চমৎকার হয়েছে। একটা ছবিতে দেখলাম, হাসতে হাসতে পুলিশের সাথে যাচ্ছে। আবার কোন একদিন হাসতে হাসতে গলায় মালা পড়ে জেল থেকে বের হয়ে আসবে।
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৩
মাহমুদুর রহমান বলেছেন: বেশ।