নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্রাবণ আহমেদ (নিরব)\nট্রেইনার অব \"উই আর স্টুডেন্টস\" ঢাকা।

শ্রাবণ আহমেদ

শ্রাবণ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

বড় প্রবৃত্তি ছিলো মনে

১৪ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫১

বড় প্রবৃত্তি ছিলো মনে
--- শ্রাবণ আহমেদ
.
বড় প্রবৃত্তি ছিলো মনে তোমার সনে ওগো
বাঁধবো ঘর জনমভর একসাথে।
নিয়ম করে প্রতি নিশীথে নিভৃতে দু'জন
গল্পের ইতি টানবো রোজ প্রাতে।

হবে না তা, রবে না বুঝি তুমি।
হারিয়ে যাবে সঘন এক মেঘে।
কোনো এক সন্ধিক্ষণে পড়বে মনে,
তোমার ঐ ঠোঁটে এঁকেছিলাম চুমি।

সমবয়সী প্রেম গো সখী বড়ই দুখী।
যাতনা বাড়ায় নোনা জলে ভরায় আঁখি।
যতই তারে রাখি ধরে
উড়াল দেবে যতন করে
দিয়ে এ ঘর ফাঁকি।

চেয়েছিলো মন সদা অনুক্ষণ,
সুখে দুখে রবে এ ভবে
রেখে এক হাত অপরের হাতে।
বড় প্রবৃত্তি ছিলো মনে তোমার সনে ওগো
বাঁধবো ঘর জনমভর একসাথে।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৬

বিজন রয় বলেছেন: কবির এই স্বপ্ন, আকাংখা সত্য হোক।

শুভকামনা কবিবর।

১৫ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:২৩

শ্রাবণ আহমেদ বলেছেন: দোয়া করবেন

২| ১৪ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

১৫ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:২২

শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ আপু

৩| ১৪ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩৭

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।

১৫ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:২২

শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ দাদা

৪| ১৪ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২৫

সাইন বোর্ড বলেছেন: ছন্দের মাঝে মনে হচ্ছে কিছুটা সুরও আছে, যদিও বেশ কয়েকটি শব্দ ঠিক সুরের সাথে যায় না । ভাল লাগল ।

১৫ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:২২

শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ দাদা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.