নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্রাবণ আহমেদ (নিরব)\nট্রেইনার অব \"উই আর স্টুডেন্টস\" ঢাকা।

শ্রাবণ আহমেদ

শ্রাবণ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

সো, সাবধান

১৮ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৪

প্রিয় কবি ও লেখকগণ,
তোমরা এমন কিছু লিখে যাও। যার দ্বারা তোমার মৃত্যুর পরও তোমাকে সবাই স্মরণ করবে। তোমার জন্য দু'ফোটা চোখের জল না ফেললেও অন্তত দুঃখটুকু প্রকাশ করবে। কথার ছলে তোমার নাম ধরে বন্ধুদের কাছে বলবে, অমুক নামে একজন কবি ছিলেন, যিনি মানুষের দুঃখ কষ্ট, প্রেম ভালোবাসা বুঝতেন এবং সময়োপযোগী লেখা লিখতেন।

কিন্তু তোমরা এমন কিছু লিখো না, যারা দ্বারা তোমার মৃত্যুর পরে মানুষ দীর্ঘশ্বাস ফেলে বলে, যাক আপদ বিদায় হয়েছে।
লেখার মধ্যে শালীনতা বজায় রেখে লিখো। যেন কেউ বলতে না পারে, অমুক কবি কিংবা লেখকের লেখা পড়ে অমুক জনে খারাপ হয়েছে।

প্রিয় কবি ও লেখক, তুমি মারা যাবে। কিন্তু তোমার লেখা এই নশ্বর পৃথিবীর বুকে ঠিকই বেঁচে রবে। তোমার মৃত্যুর পর যেন কেউ না বলে, তোমার ফেসবুক জুড়ে অশ্লীলতা জর্জরিত। তোমার লেখার মাঝে শিক্ষণীয় কিছু নেই।

তুমি রাস্তার ধারে দাঁড়িয়ে আছো, হঠাৎই তুমি মাথা ঘুরে পরে গেলে, আর উঠলে না। তুমি শুয়ে আছো, চোখে তোমার তন্দ্রাভাব এসেছে কিছুটা। হঠাৎই তুমি কালনিদ্রায় শায়িত হলে। তুমি ফোন টিপছো, স্ক্রিনে নারীর নগ্ন ছবি ভাসছে। সেই মুহূর্তে তোমার মৃত্যু হলো। তুমি কলেজ ক্যাম্পাস কাঁপিয়ে বাসায় এসে বিছানায় গা এলিয়ে দিলে। আর উঠলে না।
কখনও কি একবার ভেবে দেখেছো, তখন তোমার কী হবে?

হে মোর প্রিয়রা, আপনাকে চিনো, জানো। কোনো কিছু করার আগে অন্তত একবার ভাবো। কোনো কিছু লেখার আগে একটু গভীর চিন্তা করে দেখো, তুমি আসলে কী লিখছো। হয়তো উক্ত লেখাটাই তোমার শেষ লেখা হতে পারে।

সো, সাবধান।
.
লেখা: Srabon Ahmed (অদৃশ্য ছায়া)

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:১২

আখ্যাত বলেছেন:
ভাবনার বিষয়

২০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৩

শ্রাবণ আহমেদ বলেছেন: হ্যাঁ, ধন্যবাদ

২| ১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:০০

হাবিব বলেছেন: দারুণ বলেছেন।

২০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৪

শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ

৩| ১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২০

রাজীব নুর বলেছেন: ইয়েস।
ভালো বলেছেন।

২০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৪

শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ দাদা

৪| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৬

মেহরাব হাসান খান বলেছেন: আশ্চর্য! এটা কবিতার মত লাগলো, গদ্য রীতিতে কবিতা।

২০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৪

শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.