নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্রাবণ আহমেদ (নিরব)\nট্রেইনার অব \"উই আর স্টুডেন্টস\" ঢাকা।

শ্রাবণ আহমেদ

শ্রাবণ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

অনুগল্প-কুরআনের আলোকে

১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৩২

টঙ দোকানের পাশে দাঁড়িয়ে আমি আর আমার ছোট ভাই চা খাচ্ছিলাম। হঠাৎই একজন যুবক ব্যক্তি তার সামনে থাকা প্রবীণ ব্যক্তিকে বলে উঠলো, মরার পরে আবার কিসের বিচার টিচার? আপনি কি এসব দেখে এসেছেন নাকি ? যত সব ফালতু প্যাঁচাল জুড়েছেন মিয়া।

পাশে থেকে ছোট ভাই ক্ষিপ্ত কণ্ঠে আমাকে বলে উঠলো, ভাইয়া তুমি শুধু অনুমতি দাও, ওরে একেবারে ভচকাইয়া ফেলাই। প্রবীণ ব্যক্তিদের সাথে কিভাবে কথা বলতে হয়, সেটা ওকে শিখিয়ে দেই।

আমি বললাম, এ হলো সেই ব্যক্তি। যে এতীমকে গলা ধাক্কা দেয় এবং মিসকীনকে অন্ন দিতে অনুৎসাহিত করে।
তখন ছোট ভাই বললো, মানে?
আমি বললাম, মহান আল্লাহ সুবহানাহু তা'আলা সুরা মাউনের প্রথম তিন আয়াতে বলেছেন, "আপনি কি দেখেছেন তাকে, যে বিচারদিবসকে মিথ্যা বলে? সে হলো সেই ব্যক্তি, যে এতিমকে গলা ধাক্কা দেয় এবং মিসকীনকে অন্ন দানে উৎসাহিত করে না।" (সুরা মাউন, আয়াত- ১,২,৩)

তখন ছোট ভাই বললো, তো এখন আমরা কী করতে পারি?
আমি বললাম, আমরা শুধু ছেলেটিকে 'সুরা মাউনে'র এই কথাগুলো বলতে পারি। হেদায়েত দান করার মালিক মহান আল্লাহ সুবহানাহু তা'আলা।"
.
লেখা: Srabon Ahmed (অদৃশ্য ছায়া)

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৩৯

ইসিয়াক বলেছেন: পোষ্টে মুগ্ধতা।

২০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫২

শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ

২| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৯

রাজীব নুর বলেছেন: মানুষ তো কোরআন হাদীসের কথা ভুলেই গেছে।

২০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৩

শ্রাবণ আহমেদ বলেছেন: কেউ কখনও পড়িই না। এজন্য জানিই না এ সম্বন্ধে

৩| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:০৯

নুরহোসেন নুর বলেছেন: নিখুঁত উদাহরণ!
কোরআনের প্রতিবাদের কাছে জালিমদের অত্যাচার মশার চেয়েও দুর্বল।

২০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৩

শ্রাবণ আহমেদ বলেছেন: হ্যাঁ

৪| ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:৪৮

শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ সকলকে।

৫| ২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩১

রাজীব নুর বলেছেন: আপনি কি মন্তব্যের উত্তর দেন না?

২০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫২

শ্রাবণ আহমেদ বলেছেন: ফোন দিয়ে চালাই, ল্যাপটপ নেই। বেশিরভাগ উত্তর দিতে গেলে সবুজ চিহ্নটা খুঁজে পাই না। তাই উত্তর দেওয়া হয়ে ওঠে না। মার্জনা করবেন দাদা। তবে মাঝে মাঝে খুঁজে পাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.