![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোলমেলে
--- শ্রাবণ আহমেদ
.
রাত হয়েছে রাত হয়েছে
সূর্য দেখো ঐ।
দিনের বেলা বলছি আবার
চাঁদটা গেল কই?
সকাল সকাল উঠলো গো চাঁদ
অর্ধখানি বেকে।
মাছের বাবা মাংস খাচ্ছে
রান্না চেখে চেখে।
মানুষ থাকে জলের মধ্যে
ডাঙায় থাকে মাছ।
মুচকি হেসে কথা বলে
পথের ধারের গাছ।
দিন দুপুরে ঘুমায় তারা
রাতের বেলা জাগে।
আহার সকল করে তারা
রাত ফুরোবার আগে।
উল্টো রাজা উল্টো পথে
উল্টো করে কাজ।
মানুষ মরে অনাহারে
নেইকো রাজার লাজ।
গরু ছাগল মশা মাছি
বড্ড জ্ঞানীগুণী।
রাত বিরেতে রোজই তাদের
পড়ার আওয়াজ শুনি।
মারামারি হানাহানি
নাহি তারা করে।
সাহায্যের হাত বাড়ায় তারা
একে অন্যের তরে।
উল্টো শুনে উল্টো পথে
উল্টো করি কাজ।
সহজ কাজে ঘামাই মাথা
ধরি জ্ঞানীর সাজ।
২৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৭
শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয়
২| ২৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩০
রুমী ইয়াসমীন বলেছেন: বাহ্! চমৎকার ছন্দে ছন্দে লিখেছেন। পড়ে অনেক ভালো লাগলো।
শুভেচ্ছা জানাই....
২৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৬
শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ
৩| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৫
রাজীব নুর বলেছেন: বাহ !
খুব সুন্দর।
৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:৫৩
শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ
৪| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৫২
নার্গিস জামান বলেছেন: সুন্দর
৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:৫৩
শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:০২
নুরহোসেন নুর বলেছেন: চমৎকার লিখেছেন, অসাধারণ কবিত।