নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্রাবণ আহমেদ (নিরব)\nট্রেইনার অব \"উই আর স্টুডেন্টস\" ঢাকা।

শ্রাবণ আহমেদ

শ্রাবণ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

তুমি সখী আমার হইলা না

২৩ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪১

গীতিকাব্য- তুমি সখী আমার হইলা না
--- শ্রাবণ আহমেদ
.
তোমায় রাখতে চাইলাম মনের মাঝে
তুমি সখী আমার হইলা না।
হায় গো, তুমি সখী আমার হইলা না।
হইলা না গো, তুমি সখী আমার হইলা না।

আরে, মনে যদি মন না মিলে
পিরিত যদি সেথায় দোলে
সেই পিরিতে বসতি হয় না।

ওরে, আমার দেখা তুমি সে জন
যে জন মাঝে ডুবেছে মন
কূল কিনারা পাওয়া যে যায় না।

আমি, তোমার প্রেমে অন্ধ সদাই
তুমি সখী রওগো কোথায়?
তোমার লাগি মন ঘরে রয় না।
.
২৩/১২/২০১৯
মিরপুর, ঢাকা।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০৬

(লাইলাবানু) বলেছেন: কাব্য ভালো লিখেছেন আপনি । পড়ে ভালো লাগল ।

২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৬

শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ রাত ২:৩৭

আকতার আর হোসাইন বলেছেন: অনেক ভালো হয়েছে, বিশ্বাস করুন। এটার দারুণ একটা গান হবে সুর বসালে। তবে সুরটা বাউল শিল্পীদের করা সুরের মত হতে হবে। আমি এইটাকে মনে মনে একটা সুর দিয়ে সেই সুরের তালে তালে পড়েছি। শুভকামনা।

২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৬

শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ এবং ভালোবাসা।

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: অত্যন্ত চমৎকার একটি কবিতা পাঠ করলাম।
আপনার কবিতার বই কয়টা বের হয়েছে?
এবছর বইমেলাতে নতুন বই আসবে?

২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৬

শ্রাবণ আহমেদ বলেছেন: না দাদা, গত বছর তিনটা যৌথ বই বের হয়েছিল। আর লেখার মানটা আরেকটু উন্নত হলে একক বই বের করবো ভেবেছি। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য। ভালোবাসা অবিরাম।

৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫৫

আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ সুন্দর সুর হলে আর ভাল লাগবে---------- সুর কণ্ঠ শুনার অপেক্ষায় থাকলাম

৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রথম পেইজে দুইটা পোস্ট দেবেন না এটা নিয়ম বহির্ভূত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.