![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেলে আসা রঙিন সে দিন
--- শ্রাবণ আহমেদ
.
ফেলে আসা রঙিন সে দিন পাবো কিরে আর?
সেসব, স্মৃতি কেবল মনে গাঁথা রুদ্ধ এখন দ্বার।
ওরে, এখনো যে মনে পড়ে
ফড়িং ধরার দিন।
সেসব, দিনগুলো আজ ধূলোয় ঢাকা
স্মৃতির পাতায় ঋণ।
ওরে, সময় যদি যায়রে চলে বেঁধে রাখা ভার।
ভাবি, আবার যদি পেতাম ফিরে
ছোট্টবেলা ভাই।
ফ্রেমে, দিতাম রেখে যতন করে
ভালোবাসি তাই।
ও সেই, দিনগুলো আজ পড়ছে মনে পড়ছে বারেবার।
প্রতি প্রাতে মায়ের হাতের
মুঠ বানানো ভাত।
খেতাম, তৃপ্তি করে পরাণ ভরে
মিটতো মনের সাধ।
আবার, নিয়ম করে খেতাম ওরে মায়ের হাতের মার।
.
২৬/১২/২০১৯
মিরপুর, ঢাকা।
২| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২০
রাজীব নুর বলেছেন: চমৎকার।
৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৭
আকতার আর হোসাইন বলেছেন: ফিরিয়ে নিয়ে গেলেন সোনালি সেই শৈশবে
৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৯
নার্গিস জামান বলেছেন: সুন্দর
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৫
ওমেরা বলেছেন: যে দিন যায় আর নাহি ফিরে আসে । কবিতা সুন্দর হয়েছে।