|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
তুমি, বিস্তীর্ণ কাননের মাঝে ফুটন্ত এক ফুল।
তুমি, দুঃসাহসী নাবিকের করা অজানা এক ভুল।
তোমার, চরণ দু'টি আলতা রাঙা মুখে মিষ্টি হাসি।
তোমায়, যে দেখবে সে হবে সখী অল্পতে উদাসী।
তোমার, কৃষ্ণ কেশের গন্ধে আকুল হবে হাজার জন।
তুমি, হও যদি মোর দেখবো তোমায় একলা অনুক্ষণ।
তুমি, এমন বেশে দেখতে যেন বসন্তে বাসন্তী।
আমি, তোমার মোহে পড়ছি সখী হয়েছি আসক্তি।
যদি, হঠাৎ করে বলি তোমায় বড্ড ভালোবাসি!
তবে, মুখ ফিরায়ে আমার পানে চেয়ো গো রূপসী।
আমি, অপলকে দেখবো তোমায় দেখবো বদনখানা।
তুমি, হাসবে সখী পরাণ খুলে কেউ করবে না মানা।
শুধু, বসন্তে নয় সর্বসময় চাই গো এরূপ বেশে।
আমি, তোমার মাঝে বিলীন হবো তোমায় ভালোবেসে।
.
রূপকুমারী [] শ্রাবণ আহমেদ
ডিসেম্বর ২০১৯
 ১১ টি
    	১১ টি    	 +১/-০
    	+১/-০  ২৮ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১০:৫৭
২৮ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১০:৫৭
শ্রাবণ আহমেদ বলেছেন: বাহ! বেশ তো।
২|  ২৮ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১০:৪৮
২৮ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১০:৪৮
দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার অনুভবের  কবিতা , ভাল লাগল । 
  ২৮ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১০:৫৭
২৮ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১০:৫৭
শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ
৩|  ২৮ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১০:৫৩
২৮ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১০:৫৩
শের শায়রী বলেছেন: কবিতা এবং ছবি দুটোতেই মুগ্ধতা।।
  ২৮ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১০:৫৮
২৮ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১০:৫৮
শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ
৪|  ২৮ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১১:১৭
২৮ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১১:১৭
ঠাকুরমাহমুদ বলেছেন: রাব্বি হোসেন আপনি প্রতিটি পোষ্টে মেয়েদের ছবি ব্যবহার করেন। আপনি কি এই মেয়ের ছবি ব্লগে ব্যবহারে অনুমতি নিয়েছেন? এই মেয়ে জানে তার ছবি ব্লগে পোষ্ট দিয়েছেন? পোষ্ট রিপোর্টেড।
৫|  ২৮ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১১:৫৮
২৮ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১১:৫৮
শ্রাবণ আহমেদ বলেছেন: হ্যাঁ
৬|  ২৯ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১২:২৯
২৯ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১২:২৯
আকতার আর হোসাইন বলেছেন: আমি, তোমার মাঝে বিলীন হবো তোমায় ভালোবেসে।
আহা! আহা কি দারুণ অভিলাষ।
ছবি দারুণ। কবিতা দারুণ। তবে শেষের দিকে আরো গভীরতা প্রত্যাশা ছিল, হয়নি সেটা।
আমার সমালোচনায় আবার নিরুৎসাহিত হবেন না অনুগ্রহ করে।
৭|  ২৯ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১২:৪৮
২৯ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১২:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন: 
ছবি দেখে কবিতা নাকি কবিতা লিখে ছবি কোনটা?
৮|  ২৯ শে ডিসেম্বর, ২০১৯  রাত ৩:১১
২৯ শে ডিসেম্বর, ২০১৯  রাত ৩:১১
ডঃ এম এ আলী বলেছেন: 
কবিতা সুন্দর হয়েছে।
তবে যারা অমন রুপসী নয় তাদের কি হবে
তাদেরকে   এমন করে কে  ভাল বাসবে 
নাকি তারা অন্তর রূপকেই বেশী প্রাধান্য দিবে?
যারা অমন সুন্দর নয় তাদেরকে নিয়ে কি 
হবে নাক কোন মনোহর কাব্য ? 
শুভেচ্ছা রইল 
©somewhere in net ltd.
১| ২৮ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১০:১৮
২৮ শে ডিসেম্বর, ২০১৯  রাত ১০:১৮
রাজীব নুর বলেছেন: ছবি এবং কবিতা দু'টাই সুন্দর।
ছবিতে মেয়েটা যে শাড়ি পরেছে সেই শাড়িটা আমি সুরভিকে কিনে দিয়েছি কোনো এক পহেলা বৈশাখে।