![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টঙ্গির মাঠে আখেরী মোনাজাত চলে। সব পাপিদের পাপ ধুয়ে শেষ করে দিচ্ছে টঙ্গির মাঠের হুজুর।
কিন্তু সম্প্রতি চলা কোনো ইস্যু নিয়ে টঙ্গির মাঠের হুজুরদের বক্তব্য দেওয়ার সাহস হয় না।
লাখ লাখ মানুষের সমাগম সেখানে। হুজুর যদি সেখানে একবার বলে, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড এবং তা কার্যকর করতে হবে। সরকার সেখানে বাধ্য। নিশ্চয়ই তিনি সেটা বাস্তবায়ন করার পদক্ষেপ নেবেন। তাহলেই কিন্তু একটা প্রবলেম সলভ হয়ে যায়।
এভাবে প্রতিবার একটি করে ইস্যু নিয়ে আলোচনা করে তা তুলে ধরলে অনেক প্রবলেমই সলভ হয়ে যাবে। কিন্তু না, সেখানে চলে ভিনদেশী ভাষার বক্তৃতা। সেখানে চলে গল্প কাহিনী। সেখানে চলে আখেরী মোনাজাত।
১৩ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪০
শ্রাবণ আহমেদ বলেছেন: ভালোবাসা প্রিয়
২| ১৩ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:০৬
হাবিব ইমরান বলেছেন:
ভালো পরামর্শ দিয়েছেন। এরকম যৌক্তিক বিষয়গুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য এর চেয়ে ভালো কোন উপায় নেই নিঃসন্দেহে। অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে ইস্তেমার ভাবমূর্তি যথেষ্ট পজিটিভ।
কিন্তু সমস্যা হলো এরকম কিছু শুরু হলে পরেরবার থেকে আর তাবলীগি ইস্তেমা হবে না, ইস্তেমা নিষিদ্ধ করে দিবে সরকার। আইন শৃঙ্খলার অবনতি, রাজনৈতিক বিশৃঙ্খলা, সাম্প্রদায়িক দাঙ্গার সম্ভাবনা দেখিয়ে সরকার বন্ধ করে দিবে নিশ্চিত। সরকার পারেনা এমন কোন কাজ নেই।
তখন আম আর বস্তা দুটোই হারাবে এই অরাজনৈতিক জনগোষ্ঠী।
১৩ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪০
শ্রাবণ আহমেদ বলেছেন: এটাও অবশ্য ঠিক বলেছেন
৩| ১৩ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪৪
একাল-সেকাল বলেছেন:
২ এর সাথে সহমত, লেখক কে ধন্যবাদ, কঠিন ব্যাখ্যাটা সহজ করে বুঝার জন্য।
ইজতেমায় বলতে হবে কেন ? সরকার কি কানা ? ভিপি নুরু সমাজিক দায়বদ্ধতা থেকে কথা বলেছিল। সরকারের পক্ষ থেকে বলা হল। সে ছাত্র, ছাত্রত্ত নিয়ে থাক। রাজনৈতিক ইস্যু নিয়ে কথা বলতে পারবেনা। অথচ, সরকার ই গর্ব করে সকল রাজনৈতিক পরিবর্তনে ঢাবির সাফল্য নিয়ে। দেশে ভাই প্ল্যাটফর্ম আছে, তবে জনশূন্য করে রাখা হয়েছে।
৪| ১৩ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: পিকনিকের এখন ২ গ্রুপ। এক গ্রুপ আরেক গ্রুপকে 'বাতিল' বলে। এরা নিজেরাই ঠিক নেই, আবার সরকারকে কিছু বলবে? এই পিকনিক বন্ধ করা উচিত...
৫| ১৩ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০১
রাজীব নুর বলেছেন: সহমত।
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৯
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: ভালো একটা কথা বলেছেন।
ধন্যবাদ।