![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার মনে আছে অনেকে
--- শ্রাবণ আহমেদ
.
আমি, আর পড়বো না তোমার মায়ায়।
তোমার মনে আছে অনেকে।
হায়গো, তোমার আছে অনেকে। অনেকে গো..
তোমার মনে আছে অনেকে।
তুমি, বহু জনের মাঝে থাকো
তাদের আপন প্রাণে রাখো
মন দিয়েছি তবু তোমাকে।
তোমার, কাজল চোখের মায়ায় পড়ে
ঝাঁপ দিয়েছি প্রেম সাগরে
ভুল করেছি দেখে তোমাকে।
আমি, যাবো ভুলে তোমার স্মৃতি
আপন প্রাণে বাঁধা প্রীতি
যাবো ভুলে ঐ না তোমাকে।
.
১৪/০১/২০২০
মিরপুর, ঢাকা।
২| ১৪ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:০৪
চাঁদগাজী বলেছেন:
এক মেয়ে অনেক জনকে ভালোবাসতে পারে, এটা ওদের গুণ
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৯
রাজীব নুর বলেছেন: ভুলে যান। ভুলে যাওয়াই ভালো।