![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুহাসিনী
--- শ্রাবণ আহমেদ
.
কোন বাঁধনে বাঁধলে সখী ছুটতে নাহি পারি।
মায়ার জালে আঁটকে গেছি ভুলতে নাহি পারি।
বলেছিলে এক নিশীথে
রইবে সদা আমার সাথে
তবে কেন এই নিশীথে গেলে আমায় ছাড়ি?
চাতক পাখি পর হয়ে যায় তৃপ্তি চলে গেলে।
আমায় ছেড়ে কার মাঝে আজ প্রীতি খুঁজে পেলে?
বৃষ্টি দেখে চাতক পাখি
তৃপ্তি শেষে দিলো ফাঁকি
বৃষ্টি কাঁদে আপন মনে চাতক চলে গেলে।
মায়াবিনী সুহাসিনী বড্ড লাজুক মেয়ে।
ভুলে গেলে আমায় তুমি অন্য সঙ্গী পেয়ে।
সময় হলে তোমার মতো
ছিঁড়বো স্মৃতি ছিল যতো
রোজ নিশীথে সইবো ব্যথা গগণ পানে চেয়ে।
.
১৫/০১/২০২০
মিরপুর, ঢাকা।
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৫৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।