![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার মনে আছে কি, মায়ের কাছে দশ বিশ টাকা জমা রাখার সেই সোনালী দিনগুলোর কথা?
মনে আছে কি, সেই টাকাগুলো হাজারবার নেওয়ার পরেও "আম্মু তোমার কাছে দশ টাকার একটা চকচকে নোট রেখেছিলাম। ওটা দাও" বলা দিনগুলোর কথা?
মনে আছে কি, বাবার কাঁধে চড়ে পাড়ার দোকানে গিয়ে আট আনা দামের চকলেট খাওয়ার জন্য বায়না করার কথা?
মনে আছে কি, বাবার চুল দাঁড়িগুলো জোরে জোরে টেনে দেওয়ার কথা?
মনে আছে কি, মায়ের হাতে ভাত খাওয়া সেই পুরোনো দিনগুলোর কথা?
মনে আছে কি, মায়ের চক্ষু ফাঁকি দিয়ে খেলতে যাওয়ার কথা?
মনে আছে কি, বাবা সারাদিন কাজকর্ম করে রাতে বাড়ি ফিরলে "আব্বা আজ আমার জন্য কী এনেছো" বলা দিনগুলোর কথা?
মনে আছে কি, বাবার বলা রূপকথার সেই রাক্ষসদের গল্পের কথা?
মনে আছে কি?
.
মনে আছে কি [] শ্রাবণ আহমেদ
ফেব্রুয়ারি ২০২০
১১ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৪০
শ্রাবণ আহমেদ বলেছেন: আমার প্রতিনিয়তই মনে পরে দাদা। আজ তিনটা বছর বাবা মাকে ছেড়ে এই শহরে এসে রয়েছি। ইচ্ছে করলেও আর একেবারে গ্রামে ফিরে যাওয়া হবে না। মাঝে মাঝে মনে হয়, ইশ! আমি যদি আবার আমার শৈশব ফিরে পেতাম। তবে যতন করে তাকে ফ্রেমে বেঁধে রাখতাম।
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:০৬
নিভৃতা বলেছেন: খুব মনে পড়ে আজকাল পুরোনো সেই দিনগুলোর কথা। ভীষণ ভালো লাগলো কবিতাটা।
১১ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৪১
শ্রাবণ আহমেদ বলেছেন: আমার যখন মনে পরে, তখন ভীষণ কান্না পায়। ঠিক সেই সময়টায় আমি একাকী থাকি। ভীষণ একাকী।
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৩৫
নেওয়াজ আলি বলেছেন: ভালোভাবে পড়লাম।
১১ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৪২
শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয়।
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪২
রাজীব নুর বলেছেন: মনে আছে।
পুরোপুরি ভুলে যাই নি।
মাঝে মাঝে মনে পড়ে।