![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্লান্তি নাই
--- শ্রাবণ আহমেদ
.
ক্লান্তি নাই,
তুমি, নিশীথে জাগিয়া রহো
পরের সঙ্গে কথা কহো
যাহা তোমার মনে চায়।
জানি তোমার ক্লান্তি নাই।
থাকে নবীন দূর বিদেশে
ঘুরো তুমি বধু বেশে
কার লাগি, মন জানতে চাই।
জানি তোমার ক্লান্তি নাই।
কতজনে খুশি হলো
মন দিলো কেউ দেহ নিলো
তবু তোমার আরো চাই।
জানি তোমার ক্লান্তি নাই।
.
ফেব্রুয়ারি ২০২০
১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৩২
শ্রাবণ আহমেদ বলেছেন: আমি অবশ্য বিদেশে থাকি না। তবে আশেপাশের সব ঘটনা দেখে মনে হলো প্রবাসীদের হয়ে একটু লিখি।
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:০৪
মাকার মাহিতা বলেছেন: কবে থেকে বিদেশ বিভূই?
১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৩২
শ্রাবণ আহমেদ বলেছেন: প্রিয়, আমি দেশেই থাকি। এই লেখাটা কেবলই প্রবাসীদের হয়ে লেখা। ধন্যবাদ
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২৬
রাজীব নুর বলেছেন: ক্লান্তি না থাকাই ভালো।
তবে মানুষ তো রোবট না।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৩৩
শ্রাবণ আহমেদ বলেছেন: ক্লান্তি না থাকার কারণেই তো অপর প্রান্তের ব্যক্তিটির যত ভয়।
৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৫২
নেওয়াজ আলি বলেছেন: একরাশ মুগ্ধতা,
১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৩৪
শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয়।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:২০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আহা!রে কেন যে আননেরা ঘরে সুন্দরি বউ রাইখা বিদেশ যান,বুঝিনা ।