![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলা নিখোঁজ
--- শ্রাবণ আহমেদ
.
বাংলা ভাষার জন্যে যারা দিলো নিজের প্রাণ।
করছি মোরা খুব যতনে তাদের অপমান।
আপন ভাষা ছেড়ে ধরি পরের ভাষায় গান।
ওরে, এই বাংলায় নেই যে আমার লাখ শহীদের মান।
বিদ্যাপাঠে 'পর ভাষাকে' দিচ্ছিরে সম্মান।
এইদিকে হায় নিচ্ছে চিলে আপন ভাষার কান।
আবার, ভাষার মাসে বাংলা ভাষার করছি জয়গান।
আসলে হায় খোয়া গেছে এই বাঙালীর মান।
সোনার বাংলা সোনার ছিল ঐ না সোনার কালে।
যেই কালে হায় উদরপূর্তি হতো ভাতে ডালে।
নবীন প্রবীণ লিখতো চিঠি রাত্রি জেগে রোজ।
চিঠির ভাষা এই দিনে আজ বড্ড যে নিখোঁজ।
এখন মোরা 'হাই হ্যালোতে' ভাব বিনিময় করি।
বাংলা ভাষা ছেড়ে মোরা অন্য ভাষায় মরি।
.
ফেব্রুয়ারি ২০২০
২২ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৩২
শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ দাদা
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৫৯
নেওয়াজ আলি বলেছেন: সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
২২ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৩৩
শ্রাবণ আহমেদ বলেছেন: বিনম্র শ্রদ্ধা এবং অবিরাম ভালবাসা তাদের প্রতি।
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:৫৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।