|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
শরতের প্রেম
--- শ্রাবণ আহমেদ
.
শরতের কাশবনে বেলিফুল হাতে
দাঁড়ায়েছে রূপবতী খোলা এলো চুলে।
মাঝি, অদূরে গাহিছে গান বসে নদীকূলে
তরঙ্গে ভাসিছে সুর জোয়ারের সাথে।
কল্পনাবিলাসী মেয়ে আসে রোজ প্রাতে
শুনিতে মাঝির গান সকলই ভুলে।
সচকিত মন তার ঝংকার তুলে
হারাবে নিভৃতে সে গো মাঝিরই সাথে।
সহসা তিমির রাতে হারালো দু'জনে
অজানার পথে তারা করিলো গমণ।
সিন্ধুসম সুখ তারা পাইলো ভূবনে
প্রণয় তরীতে হায় ভাসিলো গো মন।
তরণী ঠেকিলো গিয়ে নব কুঞ্জবনে
সুখের তরেতে ঘর বাঁধিলো দু'জন।
 ৮ টি
    	৮ টি    	 +০/-০
    	+০/-০  ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০  দুপুর ২:৪৫
২৫ শে ফেব্রুয়ারি, ২০২০  দুপুর ২:৪৫
শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ দাদা। ভালোবাসা রইলো অবিরাম।
২|  ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০  বিকাল ৩:১০
২৫ শে ফেব্রুয়ারি, ২০২০  বিকাল ৩:১০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
  ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ১২:৫৯
২৬ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ১২:৫৯
শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ দাদা
৩|  ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০  বিকাল ৫:৫৫
২৫ শে ফেব্রুয়ারি, ২০২০  বিকাল ৫:৫৫
নেওয়াজ আলি বলেছেন: অপূর্ব সৃষ্টি, মুগ্ধতা রেখে গেলাম।
  ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ১২:৫৯
২৬ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ১২:৫৯
শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয়। আপনাদের এমন মন্তব্যগুলোই আমাকে অনুপ্রাণিত করে লেখার প্রতি।
৪|  ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ১:৩৪
২৬ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ১:৩৪
নিভৃতা বলেছেন: অপূর্ব! ভালো লাগলো খুব।
  ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ১২:২১
২৭ শে ফেব্রুয়ারি, ২০২০  রাত ১২:২১
শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয়। ভালবাসা সতত। সঙ্গেই থাকুন, আপনাদের এমন মন্তব্যের দ্বারা আমি স্বপ্রণোদিত হই।
©somewhere in net ltd.
১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০  দুপুর ২:৩৬
২৫ শে ফেব্রুয়ারি, ২০২০  দুপুর ২:৩৬
আলমগীর সরকার লিটন বলেছেন: বেলিফুলের শুভেচ্ছা রইল কবি দা