নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্রাবণ আহমেদ (নিরব)\nট্রেইনার অব \"উই আর স্টুডেন্টস\" ঢাকা।

শ্রাবণ আহমেদ

শ্রাবণ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

কিছুমিছু

২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১২

কিছুমিছু
লেখক: Srabon Ahmed (অদৃশ্য ছায়া)
.
- নিরুপমা।
- এভাবে না।
- এই নিরুপমা।
- হুম এভাবে।
- কেমন আছো তুমি?
- নিরব।
- এভাবে না।
- এই নিরব।
- হুম এভাবে।
- কেমন আছো তুমি?
- আমাকে কপি করা হচ্ছে, না?
- হিহিহি।
- লাগছে।
- কোথায় লাগছে?
- বুকে লাগছে প্রিয়।
- কেন কেন?
- এইযে, তোমার এই বাচ্চা মিষ্টি কণ্ঠ, সাথে ঘায়েল করা হাসি। আমি মায়ায় পড়ে যাবো প্রিয়, আমি মায়ায় পড়ে যাবো।
- আমিও।
- আমিও কী?
- এই নিদারুণ কণ্ঠস্বর, সুন্দর করে কথা বলা। আমি মায়ায় পড়ে যাবো নিরব, আমি মায়ায় পড়ে যাবো।
- আবারো কপি করা হচ্ছে, না?
- হিহিহি।
- আহ্ হা। কলিজায় গিয়ে লাগে গো প্রিয়।
- আমারো লাগে।
- আমি তো হাসি না।
- তবুও লাগে।
- কিভাবে?
- যখন তুমি "এই নিরুপমা" বলে ডাক দাও।
- ওহ নো।
- হুম।
- এই নিরুপমা।
- হুম।
- এই নিরুপমা, শোনো না।
- এই নিরব বলো না।
- চলো না ঘুরে আসি দূর কোনো অজানায়, যেখানে তুমি আর আমি ছাড়া অন্য কেউ নাই।
- যেখানে কেউ নাই, সেখানে যাবো কেন হু?
- হুম, তাইতো! যেখানে কেউ নাই, সেখানে যাবো কেন?
- এই নিরব।
- এই নিরুপমা।
- কিছু বলো না, শুনি।
- কী বলবো?
- কিছুমিছু।
- আমি হাঁটতে চাই তোমার সাথে শুরু থেকে পথের শেষে।
- হঠাৎ থমকে দিয়ে বলতে চাই, ধন্য তোমায় ভালোবেসে।
- এই নিরুপমা।

মেয়েটা এবার উত্তর না দিয়ে চুপ করে রইলো। আমি বললাম, এই নিরুপমা কথা বলো না কেন?
- তুমি এমন করে ডাক দাও কেন? সত্যই আমার কলিজায় গিয়ে লাগে নিরব।
- তাহলে আর ডাকবো না।
- সে কথা কি বলেছি আমি?
- না, তা বলোনি।
- তাহলে ডাকবে না কেন হু?
- ওকে ঠিক আছে, ঠিক আছে।
- কী ঠিক আছে।
- ডাকবো।
- হুম।
- এই নিরুপমা।
- এই নিরব।
- কিছু তো বলো।
- আমি বলবো না। আমি শুধু তোমার কথাগুলো শুনবো।
- গান গাই?
- না না, আমি গান শুনবো না। আমি শুধু তোমার কথা শুনবো।
- নিজের লেখা গান শোনাই?
- উমম... শুনাতে পারো।

মেয়েটাকে গান শুনালাম। অতঃপর সে বললো, তুমি দেখি দ্বিতীয় রবি ঠাকুর।
- হাহাহা, আসলে রবি ঠাকুর আমার প্রিয় কবি। তাই যখন মনে চায়, তখন তার যেকোনো গীতিকাব্যের সুর নিয়ে নিজের মতো করে লিখি।
- আমি পারি না কেন? এই দেখো না, আমি কিছুই পারি না। তুমি কত সুন্দর করে কবিতা লেখো, গান গাও, ছবি আঁকো। আর আমি? আমি কিছুই পারি না। আমার মাথায় কিছুই নাই।
- পারবে পারবে।
- আমি শুধু ছবি আঁকা শিখতে চাই।
- প্র্যাক্টিস করবে নিয়মিত।
- হুম। নিরব নিরব, এই নিরব।
- বলো বলো, বলো নিরুপমা।
- আমি না, তুমি বলো।
- কী বলবো?
- কিছুমিছু।
- এই নিরুপমা।
- এই নিরব।
- মায়ায় পড়ে যাচ্ছি যে।
- আমি বোধ হয় পড়ছি না?
- তোমার সাথে দেখা হবে কবে?
- তুমি যখন বাড়ি আসবে।
- তাহলে ইদ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
- হুম, করবো।
- এই নিরুপমা, শোনো না।
- বলো না।
- আমি তোমার সাথে শিলাইদহের তীরে হাত ধরে হাঁটতে চাই।
- ও ও, তুমি রবি ঠাকুরের কুঠি বাড়িতে গিয়েছো?
- না।
- কেন?
- এমনিই, সময় হয়ে ওঠেনি।
- ও
- তবে যাবো। তোমাকে সঙ্গে নিয়ে যাবো। যাবে না? যাবে না আমার সাথে?
- হু।
- হু কী?
- যাবো।
- এই নিরুপমা।
- এই নিরব।
- ঘুমাবে না? রাত তো অনেক হলো।
- তুমি ঘুমাবে না?
- হ্যাঁ ঘুমাবো।
- কখন?
- তুমি ফোন রাখলে।
- নিরব।
- হু।
- বলো না।
- কী বলবো? কিছুমিছু!

মেয়েটা আবার তার সেই মিষ্টি হাসি সমেত বললো, হুম কিছুমিছু।
.
উৎসর্গ: নিরুপমা

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:২১

রাজীব নুর বলেছেন: ওরে কত কথা বলে রে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪৩

শ্রাবণ আহমেদ বলেছেন: গতকাল রাত সাড়ে তিনটা পর্যন্ত কথা বলেছি। সময় ৪ ঘণ্টা ৩০ মিনিট ৩৫ সেকেণ্ড

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:১০

নেওয়াজ আলি বলেছেন: মনোরম লেখা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.