![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় নিরুপমা,
কাজল দিও না চোখে
আমি মায়ায় পড়ে যাবো।
আলতা পড়ো না পায়ে
আমি মায়ায় পড়ে যাবো।
শোনো মেয়ে,
যখন চোখে কাজল দিতে বলবো
ঠিক তখনই দেবে।
যখন আলতা পড়তে বলবো
ঠিক তখনই পড়বে।
ঠোঁটটা রাঙিও লাল রঙে
যেন স্পর্শটা হয় গভীর।
খোলা চুলগুলো বেনি করো
সেই ছোট্ট বাচ্চাদের মতো।
.
নিরুপমা [] শ্রাবণ আহমেদ
মার্চ ২০২০
১১ ই মার্চ, ২০২০ সকাল ৭:২৬
শ্রাবণ আহমেদ বলেছেন: এসেছিল, একদম ঠিক বলেছেন। কিন্তু চলে গিয়েছে সে।
২| ১১ ই মার্চ, ২০২০ সকাল ৯:১৯
রাজীব নুর বলেছেন: ্নিরুপমা ভালো থাকুক।
১১ ই মার্চ, ২০২০ দুপুর ১২:২২
শ্রাবণ আহমেদ বলেছেন: জ্বী দাদা, ধন্যবাদ
৩| ১১ ই মার্চ, ২০২০ সকাল ৯:২৫
সেলিম আনোয়ার বলেছেন: নিরুপমা যেন অপ্সরা রূপে গতরাতের পূর্ণিমার চাঁদ।
১১ ই মার্চ, ২০২০ দুপুর ১২:২২
শ্রাবণ আহমেদ বলেছেন: চমৎকার কথা। ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০২০ রাত ২:৫১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মনে হচ্ছে জীবনে নিরুপমা সত্যই এসে ছিল,