![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মধ্যাহ্নে যখন স্নান করে ভেজা চুলে আমার সামনে এসে দাঁড়াবে, তখন কিন্তু তোমায় জড়িয়ে ধরতে একদম ভুল করবো না। তুমি বলবে, আহ! ছাড়ো তো। সবসময় এমনটা করলে হয়?
কিন্তু মনে মনে তুমি ঠিকই চাইবে আমি তোমায় জড়িয়ে ধরে কপালে ছোট্ট করে একটা চুমু এঁকে দেই।
বিকেলে কফি হাতে অলিন্দে দাঁড়িয়ে তুমি বলবে, "এই শোনো না, চলো না আজ ঘুরে আসি কোথাও। দেখো না বাইরে কত সুন্দর আবহাওয়া।
আমি বলবো, উঁহু! দূরে কোথাও যাবো না। তবে তুমি চাইলে ছাঁদে গিয়ে আড্ডা দেবো তোমার সাথে। একদম সন্ধ্যে পর্যন্ত। তুমি এক গাল হেসে বলবে, চলো তাহলে।
কখনো আবার মাঝরাতে হঠাৎ করেই শক্ত করে জড়িয়ে ধরে বলবে, আমার খুব ভয় পাচ্ছে গো।
আমি তখন জিজ্ঞেস করবো, কেন? হঠাৎ কিসের এত ভয়?
তুমি বলবে, নাহ! এখন আর ভয় লাগছে না। তোমায় বুকে মাথা রাখলে আমার সব ভয় কেটে যায়।
প্রভাত বেলা যখন দেখবো, তুমি পাশে নেই। তখন চিৎকার দিয়ে ওঠার আগেই তুমি আমার মুখটা চেপে ধরে বলবে, এই এতো চিল্লাচিল্লি কিসের হু? আছি তো আমি। কোথাও যাইনি পাগল।
গরম চায়ে চুমুক দেওয়ার আগে তোমার আর্দ্র ঠোঁটে গভীরভাবে একটু চুমুক দিয়ে নেবো। আর বলবো, "এই নিরুপমা, ভালোবাসি গো তোমায়।"
.
প্রবৃত্তি [] শ্রাবণ আহমেদ
মার্চ ২০২০
১২ ই মার্চ, ২০২০ সকাল ৭:৩৮
শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ
২| ১১ ই মার্চ, ২০২০ রাত ১১:১০
রাজীব নুর বলেছেন: নিরুপমা ভালো থাকুক।
১২ ই মার্চ, ২০২০ সকাল ৭:৩৮
শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ দাদা
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০২০ রাত ১০:২৩
নেওয়াজ আলি বলেছেন: অনন্য লেখা।