![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওহে মূর্খের দল,
কিসের বড়াই করিস তোরা বল?
এই প্রভাতে ঘুম না ভাঙলে
থামতো রে তোর জীবন কল।
সভ্য হ মানব, সভ্য হ।
পরোপকারে মগ্ন র।
এই ধরণী ছাড়বি যেদিন
তোর লাগি সব কাঁদবে সেদিন।
সেদিন সবার চক্ষু রবে
অশ্রু টলমল।
.
সভ্য হ মানব [] শ্রাবণ আহমেদ
মার্চ ২০২০
১৯ শে মার্চ, ২০২০ সকাল ৯:২৫
শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ
২| ১৯ শে মার্চ, ২০২০ সকাল ৮:৪২
নেওয়াজ আলি বলেছেন: পরিপাটি লেখা ।
১৯ শে মার্চ, ২০২০ সকাল ৯:২৫
শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয়।
৩| ১৯ শে মার্চ, ২০২০ সকাল ৯:১১
রাজীব নুর বলেছেন: গুড ওয়ান।
১৯ শে মার্চ, ২০২০ সকাল ৯:২৫
শ্রাবণ আহমেদ বলেছেন: প্রিয় দাদা প্রথমেই ধন্যবাদ আপনাকে। আর একটি কথা অনেকদিন ধরেই বলবো বলবো ভাবছি। কিন্তু বলা হয়ে ওঠে না। কথাটি হলো, আপনার কমেন্ট ছাড়া আমার লেখাগুলোকে কেমন যেন অসম্পূর্ণ মনে হয়।
ধন্যবাদ দাদা।
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০২০ সকাল ৮:১৭
নুরহোসেন নুর বলেছেন: চমৎকার