![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোনার বাংলা পরছেরে ভাই মহামারির কবলে।
গুজব এ নয়, আতংকে ভয়, ভুজঙ্গীর এক ছোবলে।
বন্ধ হচ্ছে দোকান পাট সব, মিল কারখানা, অফিস।
রাস্তাঘাটে নেই কোনো জন, নেইরে কারো হদিশ।
ঢাকা শহর লক ডাউনে চলবে কিয়ৎকাল।
গরীব মরে ভস্ম হবে, করুণ হবে হাল।
খাদ্য-দ্রব্যের দাম বেড়েছে, সম্প্রীতি নেই এখন।
এই ঘটনা নতুন নহে, চলছে ধরে যুগ যুগ-ক্ষণ।
কে মরে, কে বাঁচেরে ভাই, সেটা মূখ্য বিষয় নয়।
কথায় আছে বাঁচলে নিজে, প্রাণ বাঁচানো ফরজ হয়।
.
করোনাকালের পারিপার্শ্বিক অবস্থা [] শ্রাবণ আহমেদ
মার্চ ২০২০
০৯ ই জুন, ২০২০ ভোর ৫:৫৩
শ্রাবণ আহমেদ বলেছেন: জ্বী ভাইজান। ঘরে থাকুন, নিরাপদ থাকুন। একটু সতর্কতা অবলম্বন করলেই সুস্থ থাকা যাবে ইনশাল্লাহ
২| ২৪ শে মার্চ, ২০২০ রাত ১১:৩৮
নেওয়াজ আলি বলেছেন: শুভ কামনা আপনার জন্য। নিজে সচেতন হই। অন্যকে সচেতন করি।
০৯ ই জুন, ২০২০ ভোর ৫:৫৩
শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাইজান। সচেতনতাই এখানে মেইন কাজ।
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০২০ রাত ১০:০২
রাজীব নুর বলেছেন: সেই ঘরে আমি ঢুকে পড়েছি, যে দরোজাই খুলি
দেখি আরো আরো ঘর, বেরোবার কোনো পথ নাই।