নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্রাবণ আহমেদ (নিরব)\nট্রেইনার অব \"উই আর স্টুডেন্টস\" ঢাকা।

শ্রাবণ আহমেদ

শ্রাবণ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

মনের শপিংই বড় শপিং

১৪ ই জুন, ২০২০ রাত ১১:৪৬

বউ সোফায় বসে টিভি দেখছে। আমি তার পাশে বসে মিনমিন করে বললাম, ইশ! শীতকালে আমার বউটা যেমন কুচকে থাকে। এখন যদি তেমন কুচকে থাকতো। তবে কতই না ভালো হতো।

বউ বোধ হয় কথাটার আংশিক শুনে ফেলেছে। সে প্রশ্ন করলো, কী বললে?
আমি বললাম, কই? কিছু না তো?
- সত্য করে বলো কী বললে, নয়তো আজ রাতে আমার কাছে শুতে দেবো না।
বললাম, শীতকালে তোমার মধ্যে যেমন পরিবর্তন দেখা যায়। এখন যদি সেরকম পরিবর্তন দেখা যেতো!
- কেমন পরিবর্তন?
- আমার একটা বন্ধু আছে। জানো?
- কথা ঘুরাবে না।
- আগে শোনই না।
- বলো।
- আমার একটা বন্ধু আছে। নাম শাহিন। এবার তার বউ তাকে কী বলেছে জানো?
- কী বলেছে?
- বলেছে, ওগো আমরা এবার ঈদের শপিং করবো না।
- তারপর?
- তারপর শাহিন বলেছে, কেন?
উত্তরে তার বউ বলেছে, আসলে দেখো, মনের শপিংই বড় শপিং।

আর এজন্যই আমি তোমাকে বলছিলাম যে, তুমি যেমন শীতকালে পাঁচদিন গোসল না করে বলতে, মনের গোসলই বড় গোসল। সেরকম যদি এবারের ঈদে বলতে, মনের শপিংই বড় শপিং!
.
মনের শপিংই বড় শপিং [] শ্রাবণ আহমেদ
অণুগল্প [] মে ২০২০

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০২০ রাত ১২:০৯

নেওয়াজ আলি বলেছেন: সুললিত লেখা।

১৫ ই জুন, ২০২০ সকাল ৮:৩৯

শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাইজান

২| ১৫ ই জুন, ২০২০ রাত ১:২২

রাজীব নুর বলেছেন: স্ত্রী জাতি আসলে স্বামীদের কেটের অবস্থা বুঝতে চায় না।

১৫ ই জুন, ২০২০ সকাল ৮:৩৯

শ্রাবণ আহমেদ বলেছেন: একদম ঠিক ভাইজান

৩| ১৫ ই জুন, ২০২০ দুপুর ১:৫৭

বিজন রয় বলেছেন: হা হা হা হা ......!!!

কত কিছু যে শুনছি!

১৫ ই জুন, ২০২০ রাত ৯:০৮

শ্রাবণ আহমেদ বলেছেন: যদি বউটা শীতকালের মতো হত, তবে কতই না ভালো হত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.